Fire at Hackney Jewish faith school : হ্যাকনির একটি স্কুলে আগুন

ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এবার হ্যাকনির একটি স্কুলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, হ্যাকনির জুইশ ফেইথ স্কুলে মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে। খবর পেয়ে ১৫ টি ফায়ার ইন্জিন নিয়ে  প্রায় ১শ ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা করে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে বলেও ফায়ার সার্ভিস জানায়।  তবে আগুনে হ্যাকনির আপার ক্লাপটনের ৪ তলা ভবনের এই স্কুলের প্রথম তলা বেইস মেন্টের উপর ধ্বসে পড়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।  স্টোক নিউটন, টুটেনহ্যাম, হোমারটন, হর্নসি এবং হলওয়ে থেকে ফায়ার ফাইটাররা সেখানে গিয়ে আগুন নিয়ে আনার চেস্টা করেন।

ইস্ট লন্ডনে অগ্নিকান্ডের অন্যান্য সংবাদ

টাওয়ার হ্যামলেটসের সেন্ট পলসওয়ের আগুনে কিশোরী নিহত (ভিডিওসহ)

 

টাওয়ার হ্যামলেটসের সেন্ট পলসওয়ের আগুনে কিশোরী নিহত (ভিডিওসহ)

গ্রেনফেল ট্রাজিডির পর টাওয়ার হ্যামলেটসে তৃতীয় অগ্নিকান্ড!

Fire at Hackney Jewish faith school
Nearly 100 firefighters tackled a ferocious blaze at a Jewish faith school in east London.
Emergency services descended on the area near Clapton Common after the fire broke out shortly before midnight on Tuesday.
A team of 95 firefighters with 15 fire engines were sent to the scene in Craven Walk following dozens of emergency calls from the public.
Crews faced hazardous conditions after the fire caused the ground floor of the four-storey building to collapse into the basement.

LFB said the cause of the fire is not known at this stage and there were no reports of injuries.
Firefighters remained at the scene early on Wednesday morning as the fire ws brought under control shortly after 7.30am.
Crews from Stoke Newington, Tottenham, Homerton, Hornsey, Holloway fire stations were attending. #Soure#ES#

Advertisement