Gig for Grenfell Tower survivors : গ্রেনফেল টাওয়ারের ক্ষতিগ্রস্তদের জন্যে শাকিলার সঙ্গীত সন্ধ্যা

ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনের চেলসি এবং কেনসিংটন বারার গ্রেনফেল টাওয়ারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্যে উদীয়মান শিল্পী শাকিলা কারিম তার সাথীদের নিয়ে বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছেন। আগামী ১০ সেপ্টেম্বর, রোববার সন্ধ্যায় কিলবার্ন হাইস্ট্রীটের ডাইন রোডের গুডশিপ পাবে এই সঙ্গীতের আসর বসবে।
১৯ বছর বয়সী শাকিলা টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীন এলাকার গেটহাউস স্কুলের সাবেক ছাত্রী। বর্তমানে দ্যা ইন্সটিটিউট অব কন্টেম্পোরারি মিউসিক পারফরমেন্সে আছেন।
ইস্ট লন্ডন এডভার্টাইজারকে শাকিলা জানান, গৃহহারা বা হোমলেসদের বেদনা তিনি বুঝেন। কারণ তিনি এবং তার পরিবার ২০১০ সালে হোমলেস হয়েছিলেন। সেই সময় তার বাবা অসুস্থ্য ছিলেন। ফলে সব ব্যবসা হারিয়ে হোমলেস হতে বাধ্য হয়েছিলেন তাদের পরিবার। ওই সময়টি তাদের জীবনের সবচাইতে বাজে সময় ছিল বলেও উল্লেখ করেন তিনি। যদিও পরবর্তীতে তাদের পরিবারের সব টিক হয়ে যায়। তবে হোমলেসদের বেদনা তিনি ভালোভাবে অনুধাবন করতে সক্ষম।
শাকিলা বহুগুণের অধিকারী। তিনি নিজে পিয়ানো, ইউকোলেইল (হাওয়াই গিটার), গিটার, ড্রামস এবং রেকর্ডার বাজাতে পারেন। একই সঙ্গে তিনি নিজে গান গাইতেও পারেন।
২০১৫ সালে নেপালের ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্যে ‘হেল্প ফর হিরোস’ চ্যারিটির মাধ্যমে তিনি ফান্ড রেইজ করেছিলেন। এবার গ্রেনফেল টাওয়ারের ক্ষতিগ্রস্তদের জন্যে আগামী ১০ সেপ্টেম্বর, রোববার সন্ধ্যায় কিলবার্ন হাইস্ট্রীটের ডাইন রোডে গুড শিপ পাবে সঙ্গীতের আয়োজন করেছেন শাকিলা কারিম। তাতে অন্তত ৮টি ব্যান্ড গ্রুপ ভলান্টিয়ারলি তাকে সহযোগিতা করবে।

 

Gig for Grenfell Tower survivors :

Teenage singer-musician Shakila Karim is organising a pub night with fellow students from her music college to raise money for the Grenfell Tower disaster victims.

The 19-year-old former pupil of Bethnal Green’s Gatehouse School, now a student at the Institute of Contemporary Music Performance, is helping organise the Sunday gig in Kilburn on September 10.

“Like the Grenfell Tower families, I know what it is to be homeless,” she says.

“It’s important for the survivors to know we continue to care after the tragedy has faded from the headlines and haven’t forgotten them.”

Shakila and her family, from Poplar, became homeless in 2010 when her father fell ill and lost his business.

“It was the worst time of our lives,” she adds. “But we’ve slowly got back on our feet.”

Multi-talented Shakila, who plays piano, ukulele, drums, violin and recorder as well as sings, has raised funds previously for Help for Heroes charity and for survivors of the 2015 Nepal earthquake.

Eight bands have volunteered their time free for the September 10 gig at the Good Ship in Dyne Road, off Kilburn High Road.

Advertisement