Lutfur Rahman loses High Court appeal : সাবেক মেয়রের আপিল আবেদন প্রত্যাখ্যাত

ব্রিটবাংলা রিপোর্ট : নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ইলেকশন কোর্টের দেওয়া রায় বাতিল চেয়ে আপিলের অনুমতির জন্যে সাবেক মেয়র লুৎফুর রহমানের করা একটি আবেদন প্রত্যাখ্যান করেছে হাইকোর্ট।
২০১৫ সালের ২৩ শে এপ্রিল হাইকোর্টের বিশেষ শুনানিতে সাবেক মেয়র লুৎফুর রহমানকে দুষি সাব্যস্ত করেন নির্বাচন কমিশনার রিচার্ড মারউয়ি। একে বিশেষ ইলেকশন কোর্টও বলা হয়। কাউন্সিলের ৪ জন ভোটার সাবেক মেয়র ও তাঁর প্রশাসনের বিরুদ্ধে ভোট জ্বালিয়াতসহ নির্বাচনে দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগ এনেছিলেন। এসব অভিযোগের প্রেক্ষিতে ২০১৪ সালের টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র নির্বাচন বাতিল করে রায় দেন ইলেকশন কোর্ট। একই সঙ্গে সাবেক মেয়রের বিরুদ্ধে পরবর্তী ৫ বছর নির্বাচনে প্রার্থী হওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করে রায় দেওয়া হয়। রায়ে মামলার ব্যয় বাবদ আড়াই শ হাজার পাউন্ড পরিশোধের পাশাপাশি সাবের মেয়র লুৎফর রহমানের প্রধান সহকারী কেবিনেট মেম্বার আলিবর চৌধুরীকেও দোষি সাব্যস্ত করা হয়।
যদিও সাবেক মেয়র লুৎফুর রহমান নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তাঁর বিরুদ্ধে বা কাউন্সিলর আলিবর চৌধুরীর বিরুদ্ধে অপরাধ জনিত কোন অভিযোগ অর্থাৎ কোন ধরনের ক্রিমিনাল এক্টিভিটিসের প্রমান পাওয়া যায়নি পুলিশি তদন্তে।
তবে ইলেকশন কোর্টের এই রায়ের বিরুদ্ধে এর আগেও আপিলের অনুমতির জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন সাবেক মেয়র লুৎফুর রহমান।
এবার তার উপর ৫ বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য হাইকোর্টে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র। গত ১৭ মে এই আবেদন করেছিলেন তিনি। বৃহস্পতিবার তার আবেদন প্রত্যাখ্যান করে হাইকোর্ট।
২০১৫ সালের ইলেকশন কোর্টের রায়ের পর অনুষ্ঠিত মেয়র নির্বাচনে লেবার প্রার্থী জন বিগস টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হন।

Lutfur Rahman loses High Court appeal against election ban
The former Labour mayor of Tower Hamlets in east London has lost a High Court appeal against a five year ban from standing for office.
Lutfur Rahman was barred after being found guilty of corrupt and illegal practices by a specialist court.
He had hoped to overturn the ban after being told he would not face criminal charges due to “insufficient evidence”.
His lawyers argued it would be wrong to allow the 2015 ban to stand in light of the decision not to bring charges.
Mr Rahman had already failed in one attempt to challenge the ruling of the Election Commissioner Richard Mawrey made two years ago, following an Election Court trial in London.
Four voters took legal action against Mr Rahman, under the provisions of the Representation of The People Act, in 2015.
Lawyers for those voters made a series of allegations, including “personation” in postal voting and at polling stations, and ballot paper tampering.
Mr Rahman had said there was “little, if any” evidence of wrongdoing against him.
But Mr Mawrey said evidence aired at the Election Court trial had revealed an “alarming state of affairs” in Tower Hamlets.
He said his ruling meant the 2014 Tower Hamlets mayoral election was void.
The election was re-run and was won by Labour’s John Biggs. #Source# BBC#

Advertisement