Two man charged for ‘honour killing’ in London : লন্ডনে ‘অনার কিলিং’ দুজন অভিযুক্ত

ব্রিটবাংলা রিপোর্ট : সাউথ লন্ডনে একটি ‘অনার কিলিং’ এর আগে অপহরন এবং ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, ১৯ বছর বয়সী মহিলাকে অপহরন করে হত্যার আগে ধর্ষণ করা হয়। হত্যার পর মরদেহ বিশালাকারের একটি ফ্রিজে ভরে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। একই ব্যক্তির বিরুদ্ধে ২০ বছর বয়সী অপর এক মহিলাকে ধর্ষণ, হত্যা এবং অপহরন চেস্টার অভিযোগ আনা হয়। অভিযুক্ত ব্যক্তির বয়স ৩৩ বছর বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ২৮ বছর বয়সী অপর এক পুরুষের বিরুদ্ধে ১৯ ও ২০ বছর বয়সী দু’ মহিলাকে অপহরণের অভিযোগ আনা হয়েছে।

সাউথ লন্ডনের কেনসিংটন এলাকার পশ্চিম কোম্বে লেনের কয়েক মিলিয়ন পাউন্ড মুল্যের একটি বাড়ির ফ্রিজের ভেতর থেকে গত বুধবার ১৯ বছর বয়সী মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর শুক্রবার তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। মহিলার ঘাঢ়ে মারাত্মক আঘাতে তার মৃত্যু হয়েছে বলে ময়না তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়। দ্বিতীয় মহিলাকে বুধবার বিকেলে হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ। তিনি ছুরিকাহত হয়ে হাসপাতালে যাওয়ার পর সেখান থেকে পুলিশ ডাকা হয়। এরপর পুলিশের সহযোগিতায় চিকিৎসা নেন তিনি। দুই মহিলার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। অভিযুক্ত দুই পুরুষের পরিচয়ও প্রকাশ করা হয়নি। আজকে তাদের উইম্বলডন ম্যাজিস্ট্রেইট কোর্টে হাজির করা হবে। বুধবার দুই মহিলাকে উদ্ধারের পর এই ঘটনার সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে ডোভার থেকে এই পুরুষদ্বয়কে গ্রেফতার করা হয়। তারা ইউকে থেকে বের হওয়ার চেস্টা করছিল বলে ধারনা করা হচ্ছে।

 

‘Honour killing’ in south London : Man charged with murder, rape and kidnap

A man has been charged with murder, rape and kidnap after a teenage girl’s body was allegedly found in a fridge in a suspected honour killing in south-west London.

Scotland Yard said a 33-year-old man has been charged with murder, rape and kidnap of a 19-year-old woman.

He is further charged with rape, attempted murder and kidnap of a second victim, a woman aged in her 20s.

 

A second man, aged 28, is accused of kidnapping both the 19-year-old woman and the woman aged in her 20s.

 

The teenager was found dead at a house in Coombe Lane West, Kingston on Wednesday.

A post mortem examination carried out on Friday gave her cause of death as an incised wound to the neck.

The second victim was taken to a south London hospital with stab wounds on Wednesday evening and is being supported by specialist officers.

Police said formal identification of the teenager has not yet taken place.

Both men, who have not been named, are due to appear before Wimbledon Magistrates’ Court on Monday.#Source#ES#

Advertisement