Man stabbed to death in street in Grays : এসেক্সে ছুরিকাঘাতে খুন

ব্রিটবাংলা রিপোর্ট : গ্রেটার লন্ডনের এসেক্সে ছুরিকাঘাতে ২৪ বছর বয়সের এক পুরুষ খুন হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আছে আরো ৩ জন। পুলিশ জানিয়েছে, শুক্রবার মধ্যরাত প্রায় ১২ টা ৩৫ মিনিটের দিকে মারাত্মক হট্টগোলের খবর পেয়ে সেখানে গিয়ে ২৪ বছর বয়সী এক্স ব্যক্তিকে গ্রেইসের ব্ল্যাকশট লেইন থেকে উদ্ধার করা হয়। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত বাকী ৩ জনকে বেসিলডন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পেট এবং বুকে ছুরির আঘাত রয়েছে।

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২১ ও ২২ বছর বয়সের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে রাত প্রায় ১ টা ৫৫ মিনিটের দিকে সাফোর্ড হান্ড্রেড এলাকার ফ্লেমিং রোড থেকে ১৮ বছরের আরেক তরুনকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর গ্রেইসের হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তাকেও গ্রেফতার করে পুলিশ।

Man stabbed to death in street in Grays

A man was stabbed to death and three others suffered “life-threatening injuries” during a disturbance in Essex.
Police found the man in Blackshots Lane, Grays, at about 00:35 BST. The 24-year-old from Stanford-Le-Hope had been stabbed in the chest.
Officers had been called to reports of men fighting, Essex Police have confirmed.
Two men, aged 22 and 21, have been arrested on suspicion of murder.
Police said the three injured men are being treated at Basildon Hospital with stomach and chest wounds.
It is believed the incident is related to another in nearby Chafford Hundred.
In that incident, an 18-year-old was knocked unconscious on Fleming Road at about 01:55 BST.
He was taken to hospital for treatment and later arrested on suspicion of murder in connection with the killing in Grays, police said. #BBC#

Advertisement