Milend acid attack : Man charged from Stepney : এসিড হামলার অভিযোগে স্টেপনির যুবক অভিযুক্ত

 ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনে এসিড নিক্ষেপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক বাঙালী যুবককে চার্জ করেছে পুলিশ। গত ৪ জুলাই টাওয়ার হ্যামসেটসের বার্ডেট রোডে ২০ বছর বয়সী পুরুষ এবং ৪০ বছর বয়সী মহিলার উপর এসিড নিক্ষেপের অভিযোগে ওই যুবককে গত ১৬ জুলাই গ্রেফতার করে পুলিশ। তার নাম মোস্তফা আহমদ। বয়স ১৯ বছর। সে স্টেপনিগ্রীন এলাকার মাসবারী স্ট্রিটের বাসিন্দা। তাকে মঙ্গলবার থেমস ম্যাজিস্ট্রেট কোর্টে তুলা হবে। এর আগে ১৭ জুলাই তার বিরুদ্ধে শারিরীকভাবে আঘাতের চেস্টাসহ দুটি অভিযোগ আনা হয়। ১৮ জুলাই তাকে থেমস ম্যাজিস্ট্রেইট কোর্টে হাজির করার কথা রয়েছে।

এদিকে গত ১৩ জুলাই রাতে ইস্ট লন্ডন এবং নর্থ লন্ডনে প্রায় সোয়া ১ ঘন্টার ভেতরে ৫টি এসিড হামলার ঘটনা ঘটে।  এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে অভিযুক্ত করেছে পুলিশ।

Mustafa ahmed charged for milend acid attack

Police investigating a noxious substance attack on a man and a woman in Burdett Road, E3 on Tuesday, 4 July have charged a man.

Mustafa Ahmed [B], 19 (23.07.97) of Musberry Street, E1 was charged on Monday, 17 July with one count of wounding with intent to do grievous bodily harm (GBH) and one count of attempted wounding with intent to do GBH (both contrary to Section 18 – Offences Against The Person Act).

He will appear in custody at Thames Magistrates’ Court on Tuesday, 18 July.

Ahmed was arrested on Sunday, 16 July.

Both victims, a man aged in his 20s and a woman aged in her 40s, were discharged from hospital following treatment.

The incident was investigated by Tower Hamlets CID. Enquiries continue.

Advertisement