Our Struggle Our Freedom বইটিতে তামিম আহমেদ’র লেখা স্থান পেয়েছে

ব্রিটবাংলা ডেস্কঃবিলেতের ইয়ং রাইটার ও আর্টিস্টদের লেখা এবং আর্ট নিয়ে প্রকাশিত Our Struggle Our Freedom বইটিতে সাংবাদিক আলী আহমেদ বেবুলের বড় ছেলে তামিম আহমেদ’র লেখা স্থান পেয়েছে।

বইটি দেশে একুশের বইমেলায় পাওয়া যাবে চৈতন্যের স্টলে(৬০৪/৬০৫) ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারী এবং লন্ডনে প্রকাশনা ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ১৮ই মার্চ কবি নজরুল সেন্টারে।

Advertisement