Protest against acid attacks : এসিড হামলা প্রতিরোধের দাবিতে লন্ডনে বিশাল বিক্ষোভ

ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনসহ ইউকের বিভিন্ন শহরে অব্যাহত এসিড হামলার প্রতিবাদে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছেন শত শত কোরিয়ার এবং ডেলিভারি ড্রাইভার। ওয়ার্কার্স ইউনিয়ন, লন্ডনের ডাকে সাড়ে দিয়ে তারা এই বিক্ষোভে যোগ দেন। এসিড হামলা প্রতিরোধের পাশাপাশি মোটর সাইকেল চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বিক্ষোভ থেকে। 
বিক্ষোভকারীরা দুপুর ১২টায় ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে জমায়েত হন। সেখান থেকে মোটরবাইক চালিয়ে সেন্ট্রাল লন্ডনে যান। লন্ডনের অন্যান্য এলাকা থেকেও মোটরবাইকে ডেলিভারিম্যানরা এসে বিক্ষোভে যোগ দেন। পার্লামেন্ট স্কোয়ারের সামনে হর্ন বাজিয়ে তারা দাবী আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষনের চেস্টা করেন। পুরো বিক্ষোভে নেতৃত্ব দেন আয়োজক সংগঠন ‘ওয়ার্কার্স ইউনিয়ন লন্ডন’ এর চেয়ার জাবেদ হোসাইন।
গত ১৩ জুলাই রাত ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ৩৭ মিনিটের ভেতরে ইস্ট লন্ডন এবং নর্থ লন্ডনের ইজলিংটনে ৫টি এসিড হামলার ঘটনা ঘটে। হ্যাকনি রোডে ঘটে প্রথম ঘটনা। এই ঘটনার শিকার হয়েছিলেন ওয়ার্কার্স ইউনিয়নের লিডার জাবেদ হোসেইন। হামলাকারী তার মোটরবাইক নিয়ে গেছে। জাবেদ উবার ইটসে ডেলিভারির কাজ করেন। এই ৫ এসিড হামলার সঙ্গে সংশ্লিস্টতার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে চার্জ করেছে পুলিশ। এদিকে সোয়া এক ঘন্টার ভেতরে টানা ৫ এসিড হামলার পর শুক্রবার বিকেলেও ইস্ট লন্ডনের ডেগেনহ্যামে অপর এসিড হামলা হয়।
অন্যদিকে এসিড হামলা প্রতিরোধে আরো কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বর্তমান আইন অনুযায়ী এসিড হামলাকারীর সর্বোচ্চ সাড়ে ৪ বছরের সাজার মেয়াদ আছে। সরকার এসিড হামলার সাজার মেয়াদ বাড়িয়ে যাবজ্জীবন করার পরিকল্পনা করছে। এছাড়া এসিড কেনা বেচায় লাইসেন্সিং সিস্টেম নিয়ে আসছে। এসিড কেনার সময় বয়সের প্রমাণও দেখাতে হবে প্রস্তাবিত নতুন আইনে।

 

Food delivery moped riders blockade Parliament Square in protest against acid attacks

Hundreds of moped riders brought Westminster to a standstill by staging a major protest against a recent spate of acid attacks across London.
Activists descended on Parliament Square on Tuesday afternoon to call for a crackdown on acid attacks and motorcycle thefts.
Couriers and delivery drivers met at Altab Ali Park, in Whitechapel, at midday before riding in convoy to central London.
A series of motorcycle crime prevention groups met outside the Ace Café on the North Circular before travelling into Westminster for the protest, which began at about 2pm.
Moped riders used their vehicles to block up the roads around Parliament Square and beeped their horns during the protest.
Jabed Hussain, who was the victim of an acid attack in the capital last week, led the delivery drivers’ protest and carried a huge banner which read: “Stop acid attacks, bike theft and motorcycle crime.”
Mr Hussain was one of five people who were injured when they were targeted by two moped riding attackers in a 90-minute rampage in London last Thursday.
Deliveroo and UberEats, two takeaway delivery firms operating in the capital, confirmed one of their employees were among those attacked.
On Monday, a 16-year-old boy denied any involvement in the rampage when he appeared at Stratford Youth Court charged with 13 offences.

Advertisement