Rashan Charles did NOT swallow drugs watchdog reveals : গ্রেফতারের সময় ড্রাগ প্যাকেট গিলেননি রাশান

ব্রিটবাংলা রিপোর্ট : পুলিশ হেফাজতে মৃত রাশান চার্লস পুলিশের মুখোমুখি ও গ্রেফতার হওয়ার আগ মুহূর্তে কোন ড্রাগ নেননি বলে জানিয়েছেন দ্যা ইন্ডিপেনডেন্ট পুলিশ কমপ্লায়েন্স কমিশনের এক মুখপাত্র।

গত ২২ জুলাই ইস্ট লন্ডনের ডালস্টনে একটি দোকানে রাশান চার্লসকে ধাওয়া করে পুলিশ।

 

এর প্রায় এক ঘন্টা পর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। ২০ বছর বয়সী এই তরুণের মৃত্যুতে ইস্ট লন্ডনের হ্যাকনিতে বিক্ষোভের ঝড় ওঠে। প্রতিবাদীরা স্টউক নিউয়িংটন পুলিশ স্টেশন অভিমুখে মিছিল নিয়ে গেলে রায়ট তথা সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মারে ও রাস্তায় রাস্তায় অগ্নিসংযোগ করে। ঘটনার প্রেক্ষাপটে ব্যাপক তদন্ত শুরু হয়। ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেইন্ট কমিশন (আইপিসিসি)-এর মুখপাত্র জানান তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তিনি জানান,  স্বাধীন তদন্তে রাশানের গ্রেফতার পূর্ববর্তী মুহূর্তগুলোর বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

আইপিসিসি ফরেনসিক বিশ্লেষণের যে ফল পেয়েছে তাতে জানা যায়, রাশানকে আটকের সময় সে কোন রকম ড্রাগ বা ওষুধ গ্রহণ করেনি। বুধবার বিকেলে রাশানের পরিবারের সঙ্গে দেখা করে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়েছে আইপিসিসির একটি দল।

শ্যাডো হোম সেক্রেটারি ডায়ান অ্যাবট বলেন, “রাশান চার্লসের মৃত্যুতে রাগ এবং ক্ষুব্ধতা স্বাভাবিক। তবে রাশানের পরিবার সুস্পষ্টভাবে হিংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছে। আমাদেরকে তাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং প্রতিবাদ সমাবেশগুলো অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে”।

 

Rashan Charles did NOT swallow drugs watchdog reveals

THE father-of-one who died after being arrested by a police officer in an East London shop did NOT swallow drugs before he was tackled by cops, the police watchdog said.

Rashan Charles was chased by police into a shop in Dalston on July 22 but later collapsed and died in custody.

The 20-year-old’s death sparked violent clashes a week later when protesters marched on Stoke Newington police station.

A Independent Police Complaints Commission spokesman said: “The IPCC’s investigation into the circumstances of Rashan Charles’ death following contact with police in Hackney on 22 July is ongoing and making good progress.

“Our independent investigation is thoroughly examining all aspects of police interaction with Rashan prior to his death and has already undertaken a large number of investigative actions.

“The IPCC has now received results of forensic analysis of an object that was removed from Rashan’s airway by paramedics.

“IPCC staff met with Rashan’s family this afternoon (Wednesday 2 August) and updated them with this information and on the investigation’s progress.

“A post mortem took place on Monday 24 July and the IPCC is awaiting the preliminary findings from the pathologist.”

Mr Charles’ death sparked riots on the streets of the area with furious protesters pelting cops with missiles and setting objects on fire.

At a vigil for the young man Shadow Home Secretary Diane Abbott said: “The anger and upset at the death of Rashan Charles is understandable.

“But Rashan’s family have explicitly spoken out against hostile actions. We must respect their wishes and any protests must be peaceful.”

Advertisement