Teacher banned over sexual relationship with pupil : লন্ডনে ছাত্রী-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক

ব্রিটবাংলা রিপোর্ট : ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে লন্ডনে একজন শিক্ষিকাকে ৫ বছরের জন্যে শিক্ষকতা পেশায় নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের দ্যা ন্যাশনাল কলেজ ফর টিচিং এন্ড লিডারশীপ।

নিষিদ্ধ শিক্ষিকার নাম সারাহ বার্টন। বয়স ৩৬ বছর। তিনি ২০০৭ সাল থেকে ২০১৬ সালে ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে শিক্ষকতা পেশায় নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এসেক্সের একটি স্কুলে শিক্ষকতা করতেন। তিনি নৃত্য এবং নাটক বিভাগের প্রধান ছিলেন। ২০১৫/১৬ শিক্ষাবর্ষে ওই ছাত্রীর সঙ্গে পরিচয় ঘটে মিসেস বার্টনের।

দ্যা ন্যাশনাল কলেজ ফর টিচিং এন্ড লিডারশীপ প্যানেলের কাছে শুনানিতে ওই শিক্ষিকা নিজের দোষ স্বীকার করেছেন।

প্যানেল জানিয়েছে, মিস বার্টন ওই ছাত্রীকে চুমু খাওয়ার একটি ছবি তিনি অন্যকে দেখান। পরিচয়ের পর থেকে সম্পর্ক ঘনিস্ট হওয়ার পাশাপাশি তারা যৌন সম্পর্ক স্থাপন করেন। ছাত্রী শিক্ষিকা স্কুল অফিস এবং বাইরে বিভিন্ন জায়গায় দেখা করতে থাকেন। গত বছর জুনে হাফ টার্মের সময় তারা লন্ডনে মিউজিক্যাল প্রোগ্রাম দেখেন এক সাথে।

প্যানালের কাছে শুনানিতে মিস বার্টন স্বীকার করেছেন, তিনি পেশাগত নীতির বাইরে গিয়ে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করে শিক্ষক হিসাবে বিশ্বাস ভঙ্গ করেছেন।  এদিকে প্যানেল থেকে বলা হয়েছে ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়াবার আগে মিস বার্টনের জীবনে বড় একটি মানসিক বিপর্যয় ঘটেছে। অন্যদিকে এডুকেশন মিনিস্ট্রির একজন মুখপাত্র বলেছেন, পাচঁ বছর পর মিসেস বার্টনের নিষেধাজ্ঞা পর্যালোচনা করা করা।

Teacher banned over sexual relationship with pupil

A drama teacher who took one of her pupils to see a West End show and later had sex with the girl in her car has been banned from working in the profession for five years.
Sarah Barton, 36, admitted having a relationship with a pupil at the Essex school she worked at until 2016.
The National College for Teaching and Leadership heard she had showed someone a photo of her kissing the girl.
The panel found she fell short of the standards expected of her profession.
Mrs Barton, who had worked at the school – which was not named in the panel’s report – since 2007 and was head of dance and drama there, met the girl in the academic year 2015/16.
The pair’s friendship eventually “culminated in a sexual relationship”, the misconduct panel heard.
They would meet in the school office or in “numerous public places”, and went to see the musical Matilda together during half term in June 2016.
Mrs Barton admitted she had failed to maintain boundaries and had abused her position of trust by having a “sexually motivated” inappropriate relationship with the pupil.
Mrs Barton had experienced “significant trauma” a few months before the relationship started, the panel heard.
On behalf of the secretary of state, Alan Meyrick said he believed a ban from teaching – which would be reviewed after five years – was “proportionate and in the public interest”.

Advertisement