ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনে পার্ক করা একটি গাড়িতে বসে থাকা একজন ড্রাইভারকে ছুরি দিয়ে হামলার চেস্টার একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ঘুরছে।
ভিডিওর ঘটনাটি গত বুধবার রাত আনুমানিক ৯টার দিকে ইস্ট লন্ডনের আইলস অব ডগের কিউবা স্ট্রীটে ঘটেছে।
২০ বছর বয়সী এক লোক তার কালো রংয়ের ফর্ড গাড়িটি পার্ক করে ড্রাইভিং সিটে বসা ছিলেন। গাড়ির জানালা খুলা ছিল এবং গাড়িতে যাত্রীও ছিলেন। এ সময় ৩ বাইসাইকেল আরোহী এসে, একজন হঠাৎ তার গাড়িতে আঘাত করে। অপর বাইসাইকেল আরোহি পকেট থেকে লম্বা ছুরি বের করে জানালা দিয়ে তাদের কুপ দেওয়ার চেস্টা করছে বলে ভিডিওতে দেখা যাচ্ছে।
এতে গাড়ির ড্রাইভার এবং সঙ্গে থাকা ২০ বছর বয়সী যাত্রীর হাত এবং ঘাড়ে কিছুটা আঘাত পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মেট পুলিশ জানিয়েছে, ৫ জুলাই, বুধবার রাত ন’টার দিকে আইলস অব ডগের ঘটনা নিয়ে তদন্ত করছে টাওয়ার হ্যামলেটস পুলিশ। তবে এই ঘটনায় গ্রেফতার হয়নি।
Terrifying large knife attack in east London
This is the terrifying moment a masked thug lunges at a driver in a parked car with a large knife in east London.
The 20-year-old victim had parked up his black Ford car in the Isle of Dogs on Wednesday night when he was approached by three men on bicycles who allegedly smashed one of the vehicle’s windows.
One of the men, who wore a white T-shirt, shorts and a balaclava, repeatedly tried to stab him from behind before fleeing the scene.
Video shows the man approach the vehicle in Cuba Street before lunging at the driver several times with the blade at about 9pm.
The victim received minor cuts to his hand and arm, while the passenger in the car, also 20, suffered a scratch to his arm, police said.
A Metropolitan Police spokesman said: “Detectives in Tower Hamlets are investigating an attempted GBH in Cuba Street, the Isle of Dogs at about 9pm on Wednesday, July 5.
No arrests have been made.#Source#ES#