ইংল্যান্ডের দুই তৃতীয়াংশ ড্রাইভার এখনো মোবাইল প্যানাল্টি সম্পর্কে জানে না : Two-thirds of drivers ‘unaware of mobile penalties’

ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডে ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহার বন্ধে কঠোর আইন জারি এবং এর জরিমানা বৃদ্ধির ব্যাপারে প্রায় দুই তৃতীয়াংশ ড্রাইভার এখনো  ওয়াকিবহাল নয়। প্রায় বছরখানেক আগে কঠোর এই আইনটি জারি করা হয়েছিল।

দ্যা আরএসি পরিচালিত এক জরিপে দেখা গেছে, মাত্র ৩৬ শতাংশ অর্থাত প্রায় ২ হাজার ড্রাইভার টাট্টা করে জানিয়েছেন, তারা ছয় পয়েন্ট এবং ২শ পাউন্ড জরিমানার কথা জানেন। অন্যদিকে ৪১ শতাংশ ড্রাইভার জানিয়েছেন, আইন প্রয়োগকারী সদস্যদের আরো বেশি দৃশ্যমান থাকা উচিত। আর মাত্র ২২ শতাংশ ড্রাইভার মনে করেন আরো শক্তিশালি  জরিমানার প্রয়োজন। যদিও ১৮ শতাংশ ড্রাইভার জানিয়েছেন, ড্রাইভিংয়ের সময় গাড়ির ভেতরে মোবাইল সিগন্যাল ব্লক করে দেওয়া উচিত।

উল্লেখ্য ইংল্যান্ড, গত বছর স্কটল্যান্ড এবং ওয়েলসে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের জরিমানা তিন পয়েন্ট থেকে বাড়িয়ে ৬ পয়েন্ট এবং আর্থিক জরিমানার ১শ পাউন্ড থেকে বাড়িয়ে ২শ পাউন্ড করা হয়েছিল। এই আইনটি চালুর সময় ট্রান্সপোর্ট সেক্রেটারী ক্রিস গ্রেইলিং বলেছিলেন, নতুন আইনটি গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারে শক্তিশালি প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০১৬ সালে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের ফলে সৃষ্ট গাড়ি দুর্ঘটায় ৭৮০ জন মানুষ আহত হন। এর আগের বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি।

গত বছর কঠোর এই আইনটি পাশ হওয়ার প্রায় ৬ মাসের ভেতরে ২শ ৯০ জন নতুন ড্রাইভার ডিসকোয়াালিফাইড হন বলে জানিয়েছে বিবিসি রেডিও ফাইভ। যদিও নর্দার্ন আয়ারল্যান্ডে এখনো গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার কলে ৬০ পাউন্ড জরিমানা এবং তিন পয়েন্ট জনিমানার আইন বহাল আছে।

 

Almost two-thirds of drivers are unaware of the punishment for using mobile phones at the wheel, more than 12 months after the introduction of tougher laws, a poll has found.

The RAC found only 36% of the 2,000 UK motorists quizzed knew offenders face six penalty points and a £200 fine.

Some 41% believed more visible law enforcement is needed, and 22% advocated stronger penalties.

The punishment was doubled from three penalty points and £100 last year.

This made it enough to ban those with less than two years’ experience.

To get back behind the wheel, these offenders have to retake both the theory and practical parts of the driving test.

The new rules apply in England, Scotland and Wales.

When the new penalties were introduced, Transport Secretary Chris Grayling said they would “act as a strong deterrent” to mobile phone users.

Department for Transport figures showed 780 people were injured in accidents in 2016 when a driver was distracted or impaired by their phone – up 10% on the previous year.

In the poll, 18% of drivers backed the blocking of mobile signals within cars.

RAC road safety spokesman Pete Williams said the law around hand-held phone use by drivers “could not be clearer”.

Figures obtained by BBC Radio 5 Live last year revealed that 290 new UK drivers were disqualified in the first six months since the change.

In Northern Ireland, motorists caught using a hand-held phone while driving face a £60 fine and three penalty points.

 


Advertisement