Victims of London nail bomb attacks remembered

Ansar Ahmed Ullah

 To mark the 20 anniversary of London nail bomb attacks Brick Lane Act of Remembrance was held on Wednesday 24 April in front of Brick Lane Police Station with candle light vigil for the victims & the injured of Brixton, Brick Lane and Soho.

 

The 1999 London nail bombings were a series of bomb explosions that took place over three successive weekends between 17 April in Brixton, 24 April in Brick Lane and 30 April in Soho. While fortunately no one was killed in Brixton and Brick Lane bombing unfortunately three people lost their lives in Soho attack.

John Biggs, Mayor of Tower Hamlets stressed the need of unity of all communities and stated Tower Hamlets as a place of no hate. Mark Healey, Founder of Hate Crime Awareness Week reminded the bomb attack carried out by Neo Nazi militant & former member of BNP killed three people in Soho, including a pregnant woman, and injured 140 people, four of whom lost limbs. LGBT Poet Laureate Trudy Howson recited a poem in memory of the victims. The event ended with a minute silence for the victims. A plaque was mounted on the wall next to police station as a reminder. The event was attended by local community & anti-racist activists, Cllrs, Police Commander Sue Williams, senior Council officials and Emdad Talukder who was injured in the Brick Lane blast.

বিশ বছর আগে ১৯৯৯ সালের ২৪ এপ্রিল মাসে পূর্ব লন্ডনের বাঙালি অধ্যূষিত ব্রিক লেন সহ লন্ডনের তিনটি স্থানে নেইল বোমা হামলায় হতাহতদের স্মরণ করা হয়েছে বুধবার।
১৯৯৯ সালের ১৭ এপ্রিল সাউথ লন্ডনের ব্রিক্সটনে, ২৪ এপ্রিল ইস্ট এন্ডের ব্রিক লেনে এবং ৩০ এপ্রিল ওয়েস্ট এন্ডের সোহো এলাকায় অবস্থিত দ্যা এডমিরাল ডানকান পাব নামের একটি গে পানশালায় এই বোমা হামলা চালানো হয়েছিলো।

প্রতিটি বোমার মধ্যে ছিলো ১৫০০ নেইল বা পেরেক।

এসব হামলায় একজন অন্তসত্বা নারি সহ তিন জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছিলেন, যাদের মধ্যে চার জনের অঙ্গহানি হয়েছিলো।

বিশ বছর আগে লন্ডনের এশিয়ান, কৃষ্ণাঙ্গ ও গে কমিউনিটিকে টার্গেট করে যে ভয়াবহ হামলা চালানো হয়েছিলো, তা স্মরণ করতে এবং সকল ধরনের ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াতে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতেই ১৭-২৪-৩০ ন্যাশনাল হেইট ক্রাইম এওয়ারনেস উইক এই স্মরণ কর্মসূচির আয়োজন করেছে।
২৪ এপ্রিল বুধবার বিকালে ব্রিকলেনে তিনটি মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে নেইল বোমা হামলায় হতাহতদের স্মরণ করা হয়।

এসময় নিবেদিত কবিতা পড়ে শোনান এলজিবিটি কবি ট্রুডি হোসন। এরপর ঘটনাস্থলে একটি স্মারক নামফলক উন্মোচন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস।

এসময় তার সাথে ছিলেন, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কেবিনেট মেম্বার কাউন্সিলর মতিন উজ-জামান, কাউন্সিলর আসমা বেগম সহ বেশ কয়েকজন কাউন্সিলর, কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ উইল টাকলি, বারা পুলিশ কমান্ডার সু উইলিয়ামস, কমিউনিটি নেতৃবৃন্দ।

Advertisement