Warning over new scam involving fake Royal Mail Card : নকল রয়েল মেইল কার্ড থেকে সাবধান

ব্রিটবাংলা রিপোর্ট : নকল রয়েল মেইল কার্ডের ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। রয়েল মেইলের নকল কার্ডের খপ্পরে পরে আর্থিক লোকসান গুনতে হয় বলে সতর্ক করেছে এ্যাকশন ফ্রড ইউকে।

ফেইস বুকে সতর্কতা জারি করে বলা হয়েছে, রয়েল মেইলের নকল কার্ড দেখতে অনেকটা আসল কার্ডের মতই। তা দরোজার লেটার বক্সে ফেলে যাবে। দেখলে মনে হবে, পোস্ট অফিসে কোন পার্সেল অপেক্ষা করছে। তাতে ০২০৮ নাম্বার দিয়ে শুরু হয়, এমন নাম্বার দেওয়া থাকে। এছাড়া কার্ডে লেখা থাকে, কেউ যদি রয়েল মেইলে রেজিস্টার্ড না থাকেন, তাহলে ওই নাম্বারে কল করে ডেলিভারি রিএরেন্জ করাতে। তাতে  রয়েল মেইলের সঙ্গে আগে রেজিস্টার্ড হওয়ার জন্য আব্হান জানানো বউ।  ওই নাম্বারে কল দেওয়ার সঙ্গে সঙ্গেই তা ভয়েস ম্যাসেজে চলে যায়। তাতে সর্বোচ্চ ৪৫ থেক ৫০ পাউন্ড বা তারে বেশি বিল উঠতি পারে।

এই নকল কার্ড দেখতে অনেকটা আসল রয়েল মেইল কার্ডের মতো ৪ থেকে ৬টি বক্স থাকে। তবে থাকে না রয়েল মেঁইলের মেইন লগো।

পার্সেল ডেলিভারি নিয়ে এর আগেও জাল- জালিয়াতি হয়েছে। ২০১৫ সালে ভুয়া কার্ড ফেলে যাওয়া হত। তাতে লেখা থাকত ” এটি জুয়েলারি পার্সেল এবং প্রীপেইড।  একটি ফোন নম্ব র দিয়ে তাতে কল করার পর বলা হত ১০ পাউন্ড পরিশোধ করার জন্যে । তবে পরে আর পার্সেলের কোন হদিশ মেলেনি। তাই এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এ্যাকশন ফ্রড ইউকে।

 

Warning over new scam involving fake Royal Mail Card : নকল রয়েল মেইল কার্ড থেকে সাবধান

Homeowners are being warned about a fake Royal Mail delivery card scam that could con them out of £45.

The cards, which look very much like the ‘something for you’ notes the postman leaves when you are not in to receive a parcel, have been delivered to homes in the UK, Action Fraud UK has warned.

A Facebook post warning about the fake cards claimed that the 0208 number it asks recipients to ring to arrange a delivery is not registered to the Royal Mail.

The viral social media post about the notes claimed that calls were put through to an automated message service where people were asked to leave their details and a ‘consignment number’.

When victims checked their phone bills they allegedly discovered the calls had cost them up to £45.

The cards appear to use the same colour scheme, headings and four-box layout as the Royal Mail, but are missing the official logo.

This is not the first time fake delivery notes have been reported as part of a scam.

In 2015 Action Fraud warned postcards claiming that a parcel containing jewellery was waiting to be collected.

The postcards said: ‘To claim this parcel and accept this offer, you must telephone the number below immediately and arrange for a delivery.

‘The item is prepaid, but a processing and delivery free of £10 must be remitted.’

But, when the money was paid no delivery took place.

 

Advertisement