ঈদ মেলা-২০১৭ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার ইউকে এর বৃহৎ পরিসরে সারাদিনব্যাপী ঈদ মেলা।

ঈদ মেলাকে স্বার্থক ও সফল করার লক্ষ্যে২৬ আগষ্ট শনিবার ইষ্ট লন্ডনের ইষ্ট হেম এর Bubble Tea bar,19 High street north এ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলহাজ সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম মৃধার পরিচালনায় সভাটি শুরু হয়।

শুরুতেই মেলার বিভিন্ন দিক তুলে ধরেন সেই সাথে প্রস্তুতি ও বাস্তবায়ন সম্পর্কে বিষদ আলোচনা হয়।

অনুষ্ঠানকে প্রানবন্ত করতে কয়েকটি উপ-কমিটি গঠনকার হয়।
•অর্থ ও স্টল উপ-কমিটিতে:-আহমেদ টুটুল,মোঃআবু নোমান ও মাসুম বিল্লাহ।
•হল তত্বাবধান ও খেলা পরিচালনায়ঃ-মনিরুজ্জামান খান টিপু,খন্দকার কামাল খোকন,আনিসুর রহমান,মোস্তাফিজুর রহমান,শামসুন্নাহার শিল্পী,হেলাল তালুকদার,
•অতিথি অভ্যর্থনায়:-হাবিবুর রায়হান শহীদ,শাহ্ আলম ও ফজলুল করিম।
•সার্বিক তত্বাবধানেঃ-আলহাজ সেলিম চৌধুরী ও রেজাউল করিম মৃধা।
ঈদ মেলায় থাকছে শিশুদের ফ্রি রাইটস।

পুরুষ,মহিলা এবং শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা।
অনুষ্ঠানে ফ্রি এ্যন্টি,

২০০ ফ্রি গাড়ির রাখার স্থান।

আরো থাকছে লটারীর মাধ্যমে তিনটি আকর্ষণীয় পুরস্কার।প্রথম পুরস্কারঃ-স্মার্ট ফোন।

দ্বিতীয় পুরস্কারঃ-রাইন এয়ারলাইনসের বিমান টিকেট। তৃতীয় পুরস্কারঃ-মাইক্রো ওভেন।

লটারীর মুল্য মাত্র £ ১.০০ পাউন্ড।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খন্দকার কামাল খোকন,মোঃআবু নোমান,উপদেষ্টা মোঃশাহ্ আলম,সহ-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল তালুকদার,মহিলা সম্পাদিকা শামসুন্নাহার শিল্পী,ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান খান টিপু,প্রচার সম্পাদক মোক্তার হোসেন।সন্মানিত সদস্য মিয়া মামুন,এডভোকেট মেহেরুন্নেছা ও ফজলুল করিম সহ আরো অনেকে।
এবারের ঈদ মেলায় একটি সুন্দর ম্যাগাজিন প্রকাশ করা হবে।

সভায় উপস্থিত সকলে সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেই সাথে ঈদ মেলাকে স্বার্থক ও সুন্দর করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

ACB#17

Advertisement