অবশেষে জ্যাকব জুমার আত্মসমর্পণ

পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় রাতে কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই একটি কারাগারে দণ্ড ভোগ করতে যান ৭৯ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট।বৃহস্পতিবার (৮ জুলাই) জুমার আত্মসমর্পণের খবর জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।এর আগে পুলিশ জানিয়েছিল, তিনি বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে পুলিশ তাকে গ্রেফতার করবে। গত রবিবার জুমা আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে এই সময়সীমা বেঁধে দেয়।দুর্নীতির অভিযোগ তদন্তে আদালতে ডাকা হলে জুমা হাজির হননি। ফলে আদালত অবমাননার দায়ে গত সপ্তাহে তার ১৫ মাসের জেল হয়। এর আগে কখনও দেশটিতে সাবেক কোনো প্রেসিডেন্টের জেল হয়নি।জ্যাকব জুমার মেয়ে দুদু জুমা-সামবুদা টুইট বার্তায় জানান, তার বাবা জেলে যাচ্ছেন।

Advertisement