প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ্ব মিয়া মনিরুল আলম আর নেই

প্রবীণ কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব মিয়া মনিরুল আলম আর নেই ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) গতকাল রোববার বিকাল ৬টায় লন্ডনের গাইস হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ।আলহাজ্ব মিয়া মনিরুল আলম’র মৃত্যু সংবাদ দ্রুত সোস্যাল মিডিয়ায় ছডিয়ে পড়ার সাথে সাথে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তিনি বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ’র প্রাক্তন সভাপতি, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক প্রেসিডেন্ট ছাড়াও ফক্সটন মসজিদের অন্যতম প্রতিষ্ঠা, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট ওয়েলফেয়ারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন । তিনি কেন্টের ফক্সটন শহরে বসবাস করতেন; ফক্সটন ও আশে পাশের বিভন্ন শহর এবং গ্রামে কাশ্মীর তান্দুরীসহ বিভন্ন নামে অনেকগুলো রেস্টুরেন্ট পরিচালনা করতেন।

মিয়া মনিরুল আলম ছিলেন বাংলাদেশী কমিউনিটের প্রাণ পুরুষ। প্রবাসে বাংলাদেশের গৌরবের মুক্তযুদ্ধসহ কমিউনিটির নানা দুঃসময়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিলেতে তার অবদান বাংলাদেশী কমিউনিটি দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।আলহাজ্ব মিয়া মনিরুল আলম সাপ্তাহিক ইউরো বাংলা পত্রিকার চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরের একাটুনা গ্রামে । মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।আলহাজ্ব মিয়া মনিরুল আলম’র মৃত্যুতে জনমত পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সৈয়দ নাহাস পাশা, আমিরুল চৌধুরী, জুনেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন আহমদ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।উ‌ল্লেখ্য যে মরহু‌মের লাশ দেখানা হ‌বে ব্রিক‌লেন মস‌জি‌দে আগামীকাল মঙ্গলবার দুপুর 11: 30 থে‌কে 12: 30 পর্যন্ত। আর জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে ইস্ট লন্ডন মস‌জি‌দে মঙ্গলবার বাদ যোহর তথা 1:30 মি‌নি‌টে।

Advertisement