সিলেটে হত্যা মামলার রায়ে ৪ জনের মৃত্যুদন্ড

সিলেটের গোইয়ানঘাটে তমজিদ আলী হত্যা মামলার ২২ বছর পর ৪ আসামিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।এছাড়া প্রত্যকেকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।মামলার বাকি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, গোয়াইনঘাট উপজেলার ইটাচকি গ্রামের মৃত তুরাব আলী ছেলে আব্দুর রব, মৃত ইদ্রিছ আলীর ছেলে আব্দুর রহমান, পার্শ্ববর্তী ইস্তি গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে রইছ আলী ও পিতা অজ্ঞাত ফজল উদ্দিন ।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম।তিনি জানান, ২০০১ সালে একটি খাল দখলকে কেন্দ্র করে গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামের তমজিদ আলীকে কুপিয়ে হত্যা করে আসামীরা। এ ঘটনায় স্ত্রী পিয়ারা বেগম ১৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

Advertisement