আইপিএল নিলাম শুরু

ব্রিট বাংলা ডেস্ক :: সব অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত আসন্ন আইপিএলের মেগা নিলাম। সিটি অব জয় কলকাতার বিখ্যাত পাঁচতারকা গ্র্যান্ড হোটেলে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয় প্লেয়ার্স ড্রাফট। ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাসের প্রতিবাদে উত্তাল শহরটি। এর মধ্যেই সেখানেই গড়ালো ২০২০ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট।

বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী, সবার নজর সেদিকে। এতে অংশ নিচ্ছে আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজি-চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

নিলামে উঠছেন ৩০০-এর বেশি ভারতীয় ও অ-ভারতীয় ক্রিকেটার। এর মধ্যে আছেন ইয়ন মরগান, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জেসন রয়, টম ব্যান্টন, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, সিমরন হেটমায়ার, নিকোলাস পুরানের মতো পরিচিত মুখরা।

আগামী বছরের মার্চের মধ্যভাগে শুরু হবে আইপিএলের ১৩তম সংস্করণ। এর আগে নিজেদের গুছিয়ে নেয়ার এটাই শেষ সুযোগ দলগুলোর সামনে। নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছে কিংস ইলেভেন পাঞ্জাব (৪২.৭০ কোটি টাকা)। এর পরই রয়েছে কলকাতা নাইট রাইডার্স (৩৫.৬৫ কোটি টাকা)।

Advertisement