ব্রিট বাংলা ডেস্ক : ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় আইপিএলের ১৩তম আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে।
ভারতের মাটিতেই ১৪তম আসর গড়াতে চায় বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ। তবে ২০২১ সালে এসেও করোনার প্রকোপ সেভাবে কমেনি ভারতে।
তাই এবারের এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগও আরব আমিরাতেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে আইপিএলের সূচি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে বিসিসিআইয়ের প্রথম পছন্দ ভারতই। কিন্তু পরিস্থিতি ভিন্ন হলে পছন্দ পরিবর্তন করতে হবে বলেই ইঙ্গিত দেয়া হয়েছে।
আর এ জন্য বিসিসিআই তাকিয়ে আছে দেশটির আরেক জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ মুস্তাক আলি ট্রফির ওপর। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে লিগটি।
করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে টুর্নামেন্টটি ভালোভাবে আয়োজন করতে পারলে আইপিএলও ভারতেই অনুষ্ঠিত হতে পারে। এমনটিই আপাতত পরিকল্পনা সংশ্লিষ্টদের।
বিষয়টি বিবেচনায় নিয়ে তিন সদস্যের প্যানেল গঠন করেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই কমিটিতে থাকতে পারেন ভারতের সাবেক ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেল ও সাবেক স্পিনার প্রজ্ঞান ওঝা।
তারা খতিয়ে দেখবেন, করোনাঝুঁকি এড়িয়ে ভারতের মাটিতে আইপিএলের আয়োজন করা সম্ভব কিনা।
এরই মধ্যে ২০২১ সালের আইপিএলের নিলামের সম্ভাব্য দিন ঠিক করেছে আইপিএলের গভর্নিং কমিটি।
আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে বলে সোমবার এক সভায় সিদ্ধান্ত হয়েছে। কোথায় আইপিএলের নিলাম হবে, সেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০ জানুয়ারির মধ্যে আটটি ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখতে চায়, আর কোন কোন ক্রিকেটারকে রিলিজ করে দিতে চায়।