আইসোলেশনে জাতিসংঘ মহাসচিব

আইসোলেশনে রয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছিলেন, মঙ্গলবার জাতিসংঘের এমন একজন কর্মকর্তার সংস্পর্শে এসেছিলেন তিনি। তাই মহাসচিব পরবর্তী কয়েকদিন আইসোলেশনে থাকবেন বলে কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওইসব সূত্র বলেছেন, ৭২ বছর বয়সী অ্যান্তোনিও গুতেরাঁ এরই মধ্যে ব্যক্তিগত পর্যায়ে যেসব সাক্ষাত বা অনুষ্ঠানের শিডিউল ছিল, তা বাতিল করেছেন।আজ বুধবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে ইউএন প্রেস এসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানে তার গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। আগামীকাল বৃহস্পতিবার তার উপস্থিত হওয়ার কথা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে। সন্ত্রাসের বিরুদ্ধে চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা। বর্তমানে এই পরিষদের প্রেসিডেন্ট বাজুমের দেশ নাইজার।মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছে গেছেন বাজুম। সপ্তাহের শেষ পর্যন্ত সেখানেই অবস্থান করার কথা তার। এখান থেকে তার যাওয়ার কথা ওয়াশিংটনে।জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর বর্তমান কি অবস্থা তা নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি তার মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তবে কয়েকদিন আগে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, মহাসচিব সম্প্রতি করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিয়েছেন।

Advertisement