নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আই অ্যাম এ সোলজার অব শেখ হাসিনা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অবশ্যই নৌকা জিতবে। যদি বলে কোনো শব্দ নেই। বিপুল ভোটে নৌকা জয়যুক্ত হবে।রবিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘আল্লাহর রহমতে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। নারায়ণগঞ্জে কোনো নির্বাচনে সামান্য ধাক্কাধাক্কিও হয়নি, এমনকি কারো মাথা ফাটেনি। নারায়ণগঞ্জ শান্তির শহর, একটা সুন্দর শহরে। এই শহরের চারপাশে যেমন নদী আছে, তেমনি নারায়ণগঞ্জের মানুষের মনে ভালবাসা আছে।
তিনি আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। একজন জিতবেন আর একজন হারবেন।আজকে প্রথম ভোট দিলাম ইভিএমে। ভোট দিয়ে ভাল লাগলো। ভাবছিলাম আমার ফিঙ্গার প্রিন্ট মিলবে না। কিন্তু তেমনটি হয়নি। আমি একটা কথা বলতে চাই- দেশ এগিয়ে যাচ্ছে একজনের নেতৃত্বে। তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে। কিন্তু এই এগিয়ে যাওয়া বিঘ্ন করতে একটি মহল দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে।নৌকার বিজয়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি বলে কোনো শব্দ নেই। নারায়ণগঞ্জে অবশ্যই নৌকা জিতবে।
‘আই অ্যাম এ সোলজার অব শেখ হাসিনা’
Advertisement