ব্রিট বাংলা ডেস্ক :: মূল সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে জিম্বাবুয়ে। ব্যাটসম্যানরা যেন নিজেদের পুরোপুরি ঝালিয়ে নিতে পারে সেজন্য বিসিবি একাদশ অধিনায়ক আল আমিন জুনিয়রের কাছে ব্যাটিং চেয়ে নেয় সফরকারীরা। তা মেনে নিয়ে ফিল্ডিংয়ে নামে বিসিবি একাদশ। প্রথমে ব্যাট করার সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন জিম্বাবুয়ের দুই ওপেনার।
আজ মঙ্গলবার বিকেএসপিতে শুরু হওয়া ম্যাচের প্রথম সেশনে বিনা উইকেটে ৯৫ রান করেছে জিম্বাবুয়ে। কেভিন কাসুজা ৫১ ও প্রিন্স মাসভাউর ৪০ রানে অপরাজিত আছেন। অধিনায়ক আল আমিন জুনিয়র পাঁচ বোলার ব্যবহার করেও শূন্য হাতে লাঞ্চ বিরতিতে গেছে বিসিবি একাদশ।
প্রস্তুতি ম্যাচের দলে রয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের ছয় ক্রিকেটার- আকবর আলী, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন।