আগামি ১৪ জুন হবে ইউকে জাসদের সম্মেলন ও কাউন্সিল

ব্রিটবাংলা ডেস্ক : জাসদের যুক্তরাজ্য শাখার সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে দলের এক সভায়। প্রস্তুতি পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ই জুন অনুষ্ঠিত হবে যুক্তরাজ্য জাসদের সম্মেলন ও কাউন্সিল।

গত ১৯শে ফেব্রুয়ারী, বুধবার লন্ডনের একটি হলে জাসদ, যুক্তরাজ্য সম্মেলন ২০২০ প্রস্তোতি পরিষদের সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তোতি পরিষদের আহ্বায়ক এবং জাসদ যুক্তরাজ্যের সহ সভাপতি এডভোকেট মজিবুল হক মনি এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক  জাসদ যুক্তরাজ্যের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজাহান

সভায় সর্বসম্মতিক্রমে ১৪.৬.২০২৯ তারিখে দলের যুক্তরাজ্য শাখার সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারন করা হলো। এছাড়াও সম্মেলন ও কাউন্সিল ২০২০ প্রস্তুতি পরিষদের কার্যক্রমকে বেগবান করার প্রত্যয়ে, বিশেষ করে উপ-কমিটিগুলোকে পূর্নাঙ্গরূপ দেয়া এবং আঞ্চলিক কমিটিগুলোর সম্মেলনসহ আনুসাংগিক বিষয়াদি নিয়ে আলোচনাসিদ্ধান্ত নেয়ার উদ্দেশ্যে আগামী ৯ই মার্চ, সোমবার সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি পরিষদের পরবর্তী সভার তারিখ ধার্য্য করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত থেকে মুল্যবান মতামত প্রদানের জন্য কমরেডদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সর্বকমরেড আব্দুর রাজ্জাক, ইকবাল হোসেন, আহম্মদ হোসেন খান শামীম, রেদওয়ান খান,  মাশুক হোসেন, কাজী দেলোয়ার হুসেন, মাহমুদুর রহমান শাহনুর, অলিউর রহমান খান, রুবি হক, জোসনা পারভীন, ফকরুল ইসলাম খসরু এবং এইচ জামান ইভান

Advertisement