আগামী পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিব দলের প্রার্থী তালিকায় মিনা রহমানকে সিলেক্ট করা হয়েছে

ব্রিটবাংলা রিপোর্ট:বৃটেনের আগামীপার্লামেন্ট নির্বাচনে মিনা রহমানকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে সিলেক্ট করা হয়েছে,২৭জুলাই কনজারভেটিভ দলের সদর দপ্তর থেকে এক পত্রে মিনা রহমানকে জানানো হয় ওয়েষ্ট মিনিস্টার প্রার্থী তালিকায় তার নাম চূরান্ত করা হয়েছে এবং তাকে এখন থেকে নির্বাচনের জন্যে প্রস্তুতি নিতে বলা হয়।

মিনা রহমান ২০১৫ সালে ক্ষমতাসীন কনজারভেটিব দলের একমাত্র বাঙ্গালী প্রার্থী হিসেবে বার্কিং এন্ড ডাগেনহ্যাম আসন থেকে প্রতিদ্বন্দিতা করেন।

রাজনীতি এবং সমাজ সেবায় বৃটেনের বহু জাতিক সমাজে তার অবদান রয়েছে, রয়েছে সকল মহলে গ্রহন যোগ্যতা।ইষ্ট লন্ডনে বেড়ে উঠা মিনা রহমান বিগত ৩১বছর  যাবত এনএইচএসএবং হাউজিং ডিমার্টমেন্টে কর্মরত থেকে কমিউনিটির সেবা করে যাচ্ছেন।

এছাড়া বাংলাদেশ উইম্যান নেটওয়ার্কের প্রেসিডেন্ট হিসেবে তিনি নারীদের কল্যানে কাজ করে যাচ্ছেন।দলের পক্ষ থেকে তাঁকে নির্বাচনের জন্যে প্রস্তুতি নিতে বলায় এবং প্রার্থী হিসেবে মিনা রহমানের নাম চুড়ান্ত করায় তার নির্বাচনী এলাকার জনগন দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

মিনা রহমান যুক্তরাজ্য কমিউনিটি নেতা,রাজনীতিক গয়াছুর রহমান গয়াছের সহধর্মিণী

Mina Rahman selected by the Conservative Party

Ansar Ahmed Ullah : Mina Rahman has been selected by the Conservative Party to contest at the next election to be held in the UK. In a letter dated 27 July addressed to Mina Rahman it informed her of being placed on the Westminster Approved List for the next general election.
On hearing the news Mina Rahman said she was delighted to be back on the approved list. Mina Rahman was previously the Barking perspective parliamentary candidate (PCC) for the 2015 general election.
Mina Rahman believes it’s vital that local people have a strong voice in Parliament, someone who fights for their concerns and stands up for the community.
Mina has worked in the public sector for the last 31 years in housing and the NHS. She grew up in Tower Hamlets but now lives in Barking area with her family. She is married to BASOD politician & community activist Goyasur Rahman Goyas. To date she is the only candidate of Bengali origin chosen by the Conservative Party.

ACB#17

Advertisement