আজ অফিস করবেন বরিস জনসন

ব্রিট বাংলা ডেস্ক : করোনা ভাইরাস শনাক্ত হওয়ার এক মাস পরে আজ সোমবার সরকারি কাজে ফিরছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ৫ই এপ্রিল তার অবস্থার অবনতি হওয়ার পর ভর্তি হন লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে। সেখানে এক সপ্তাহ কাটান। এর মধ্যে তিন রাত তাকে রাখা হয় আইসিইউতে। পরে তিনি বলেছেন, হাসপাতালে থাকা অবস্থায় অন্য কিছুও ঘটতে পারতো। তিনি এর মধ্য দিয়ে ইঙ্গিত দেন যে, মারাও যেতে পারতেন। তার অনুপস্থিতিতে সরকারি দায়িত্ব পালন করেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। আজ পূর্ণাঙ্গ সময় অফিস করার কথা রয়েছে জনসনের।

এদিন তিনি কোভিড-১৯ নিয়ে সকালেই মন্ত্রীপরিষদের নিয়মিত বৈঠকে অংশ নেবেন। এরপর সিনিয়র মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে নিয়মিত প্রেস ব্রিফিং করবেন কিনা তা জানা যায় নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

Advertisement