আজ জনমতের গৌরবের ৪৯ তম বর্ষপূর্তি

ব্রিটবাংলা ডেস্কঃব্রিটেনের বাংলা ভাষা ভাষী মানুষের ইতিহাস আর ঐতিহ্যের স্মারক সাপ্তাহিক জনমতের ৪৯ বছর পূর্তি আজ ৷

সাপ্তাহিক জনমত ৫০বছরে পা দিলাে ৷ মহান মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশ নামক জাতি রাষ্ট্র গঠনের প্রারম্ভিক সময় থেকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধের নয় মাসে বিশ্ব জনমত প্রতিষ্ঠার ভ্যান গার্ড হিসেবে কাজ করেছে প্রাচীন তম এই পত্রিকা ৷

শুধু তাই বাংলাদেশের স্বৈরশাসন এবং অবৈধ সামরিক জান্তা সহ সকল ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক ও অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে সাহস ও প্রচারনায় ব্যবহ্নত হয়েছে সাপ্তাহিক জনমত ৷

তা ছাড়া বহু জাতিক ব্রিটেনে বর্ণবাদ এবং অসমতার বিরুদ্ধে লড়াইয়ে জনমতের অনন্য ভুমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে প্রবাসের বাঙালীরা ৷ বর্তমান প্রযুক্তির নতুন ধারা চল মান ৷ তারপর ও নিজস্বতা ধরে রেখে সাপ্তাহিক জনমত প্রকাশিত হচ্ছে প্রতি সপ্তাহে ৷

৪৮ পৃষ্ঠার পত্রিকার চীফ এডিটর হিসাবে দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা,এডিটর এক সময়ের বিলেতের সাংস্কৃতিক ও নাট্য আন্দোলনের পুরোধা নবাব উদ্দিন,এক্সিকিউটিব এডিটর বিলেতের গল্পের রাজা বলে খ্যাত সাঈম চৌধুরী ৷

এসিস্ট্রেন্ট এডিটর হিসাবে মৃদুভাষী বন্ধুজন মুসলেহ উদ্দিন আহমদ৷

কমিউনিটি নিউজ এডিটর তরুণএমরান আহমদ ও ম্যানেজার হিসাবে গোলাম মোহাম্মদ কিনু, হাবিবুর রহমান,অপু রায় সহ একটি সমৃদ্ধ টিম ৷

তাদের সহযোগীতায় আছেন বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরী,আমিরুল ইসলাম চৌধুরী,জুনাইদ চৌধুরী ও জসিম উদ্দিনের মতন শক্ত প্রাচীর ৷ সবার প্রচেষ্টায় কমিউনিটির ভরসা ও বিশ্বাসের মুখ পত্র হিসাবে টিকে থাকুক এটাই প্রত্যাশা ৷

Advertisement