তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার (৯ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চেমসফোর্ড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে।তবে আজও বৈরী প্রকৃতির হানায় বারবার বাধাগ্রস্ত হতে পারে ম্যাচটি। যদিও উভয় দলের চাওয়া এই ম্যাচে ফল বের করার। প্রথম ওয়ানডের পর এই ম্যাচ নিয়ে আর চাপ নেই আইরিশদের। কারণ সরাসরি বিশ্বকাপ খেলার হিসাব-নিকাশ শেষ হয়ে গেছে। বাছাই খেলতে হবে তাদের। তাই এবার বাংলাদেশের বিপক্ষে যতটা সম্ভব ভালো করার লক্ষ্য তাদের। আর বাংলাদেশ দলও ব্যাটে-বলে উন্নতি করা এবং বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেতে পুরো ম্যাচ খেলতে উন্মুখ। একটি জয় পেলেই ওয়ানডেতে ১৫০তম জয়ের দেখা পাবে বাংলাদেশ। আজ কি সেই মাইলফলক ছুঁতে পারবেন তামিম ইকবালরা?আজ খেলার শুরুতেই বৃষ্টির বাধা দেখা যেতে পারে। দুই ঘণ্টা পর আবারও নামবে বৃষ্টি এবং বেশ কিছুটা সময় উভয় দলকে খেলা বাদ দিয়ে বসে থাকতে হতে পারে। ম্যাচের শেষদিকে আবার বৃষ্টির হানায় ফলাফল বাধাগ্রস্ত হতে পারে।এখন পর্যন্ত ওয়ানডে ইতিহাসে ৮টি দল ১৫০টির বেশি ম্যাচে জয় পেয়েছে। নবম দেশ হিসেবে ১৫০ ওয়ানডে জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়াতে সেই সুযোগ মিস হয়েছে। আজ জিতলে সেটি হতে পারে। এখন পর্যন্ত ৪১০ ওয়ানডে খেলে ১৪৯টি জিতেছে বাংলাদেশ, হেরেছে ২৫২ ম্যাচ। আজও চেমসফোর্ডে থাকবে বাংলাদেশী দর্শকদের আধিক্য। এখানে তাই ঘরের মাঠের পরিবেশ পাবেন ক্রিকেটাররা।
আজ সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের
Advertisement