আজ সুপার টুয়েসডে

ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন লড়াইয়ের প্রাইমারিতে আজ সুপার টুয়েসডে। এদিন ডেমোক্রেট দলের প্রার্থীদের মধ্যে ১৪টি রাজ্যে প্রাইমারি ভোট হবে। প্রেসিডেন্ট নির্বাচনের মূল লড়াইয়ে কে ডেমোক্রেট দলের মনোনয়ন পাবেন তার গুরুত্বপূর্ণ একটি দিন আজ। একসঙ্গে এতগুলো রাজ্যে নির্বাচন ও তা থেকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার একটি ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে আজকের এ দিনটিকে সুপার টুয়েসডে বলা হয়। যে ১৪টি রাজ্যে এই ভোট হবে তা হলো ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ভার্জিনিয়া, ম্যাচাচুসেটস, টিনেসি, আলাবামা, আরকানসান, ওকলাহোমা, মিনেসোটা, ভারমন্ট, কলোরাডো, ইউটাহ, নর্থ ক্যারোলাইনা, মাইনে এবং আমেরিকান সামোয়া। এ রাজ্যগুলোতে ডেমোক্রেটদের আছে মোট ১৩৪৪টি ডেলিগেট। বিশাল এ অংক। ফলে এর ভিতর থেকে যিনি বেশি ডেলিগেট বাগিয়ে নিতে পারবেন কপাল তার খুলেও যেতে পারে।

এমন অবস্থায় বাম ঘরানার সিনেটর বার্নি স্যান্ডার্সকে আটকে দিতে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জোট বেঁধেছেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়া বড় ওজনের তিনজন। তারা হলেন সিনেটর এমি ক্লুবুচার, নিউ ইয়র্কের সাবেক মেয়র পিট বুটিগিগ ও বেটো ও’রৌর্কি। তারা তিনজনেই জো বাইডেনকে সমর্থন দিয়ে টেক্সাসের ডালাসে তার র‌্যালিতে অংশ নিয়েছেন।

Advertisement