আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগ কর্মী খুন

সিলেট অফিস : নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের খুন হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। অভিষেক দে দ্বীপ নামের ওই কর্মী এমসি কলেজের ছাত্র।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে একদল যুবক দ্বীপের উপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।
দ্বীপ সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী ছাত্রলীগ কর্মী।

Advertisement