আধুনিক স্লেভারি এবং মানব পাচার হচ্ছে ইউকের প্রতিটি শহরে- দ্যা এনসিএ রিপোর্ট : Modern slavery and trafficking ‘in every UK town and city’

ব্রিটবাংলা রিপোর্ট : আধুনিক দাসত্ব এবং মানব পাচারের ঘটনা আগের তুলনায় এখন ইউকের ছোট্ট-বড় প্রায় প্রতিটি শহরে অতিমাত্রায় প্রচলিত হয়ে পড়েছে বলে এক রিপোর্টে জানিয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি সংক্ষেপে দ্যা এনসিএ। এসব ঘটনার পেছনে ইউকের বিভিন্ন শহরে প্রায় ৩শ’র বেশি অপারেশন চালাচ্ছে পুলিশ। ইউকেতে বর্তমানে মানব পাচার এবং আধুনিক দাসত্বের শিকার লোকের সংখ্যা প্রায় ১শ হাজারের কাছাকাছি হবে বলেও ধারনা করছে দ্যা এনসিএ। বিগত দিনে প্রায় ১০ থেকে ১৩ হাজার মানুষ পাওয়া গেছে যারা আধুনিক স্লেভারি এবং মানব পাচারের শিকার হয়েও কস্ট চাপা রেখেছিলেন। বর্তমানে এ ধরনের লোকের সংখ্যা যে দিকেই তাকান সে দিকেই দেখা যায় বলে জানান দ্যা এনসিএ’র ডাইরেক্টর উইল কার। তিনি বলেন, শুধু ড্রাগই নয়, নগদ অর্থ হাতিয়ে নেওয়ার আশায় অর্থনীতির সর্বক্ষেত্রে আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ চক্র মানব পাচার এবং স্লেভারি নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ফুড প্রসেসিং, ফিশিং, কৃষি, বিল্ডিং নির্মান, গৃহকাজ, কেয়ার ওয়ার্ক, কার ওয়াশ ইত্যাদি সেক্টরে বৃটেনে স্লেভারি হচ্ছে।

আলবেনিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম, রোমানিয়া এবং পোলান্ডের নাগরিকরা বেশির ভাগ ক্ষেত্রে মানব পাচার এবং স্লেভারির শিকার হলেও কিছু কিছু ক্ষেত্রে বৃটিশরাও আছেন।২০১৬ সালে প্রায় ৩ হাজার ৮শ ৫ টি মানব পাচার ও স্লেভারির রিপোর্ট গ্রহন করেছে পুলিশ। ভিক্টিমরা এই রিপোর্ট করেছেন। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৭শ ৪৫।

ব্রিটিশ হোম অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন, আধুনিক স্লেভারি বন্ধে সরকার কঠোর সাজার বিধান রেখে আইন করার পাশাপাশি ভিক্টিমদের সহযোগিতার সুযোগ বৃদ্ধি করেছে।

Modern slavery and trafficking ‘in every UK town and city’

Modern slavery and human trafficking in the UK is “far more prevalent than previously thought,” the National Crime Agency has said.
The NCA said there were more than 300 live policing operations currently, with cases affecting “every large town and city in the country”.
The agency estimated that there were tens of thousands of victims.
It said previous estimates of 10,000-13,000 victims in the UK were found to be the “tip of the iceberg”.
“The more we look, the more we find,” the NCA’s vulnerabilities director Will Kerr said.

The NCA said the growth in modern slavery was being driven by international gangs increasingly recognising the amount of money they could make by controlling people within a huge range of economic sectors, rather than just dealing drugs.
It warned that the key sectors for slavery now included food processing, fishing, agriculture, construction, domestic and care workers and car washes.

Albania, Nigeria, Vietnam, Romania and Poland are the most likely countries of origin, but some victims are from the UK itself.

It said there were 3,805 people reported as potential victims in 2016 – an increase from 1,745 in 2013.
A Home Office spokesman said the government had taken “world-leading action” to tackle modern slavery, including toughening up sentences and increasing support and protection for victims.

Advertisement