আনন্দ–উচ্ছ্বাসে ইংরেজি নববর্ষ বরণ

শুক্রবার সারাদিনই ছিলো বছর শেষের আমেজ। এদিন সন্ধ্যার পর পাল্টে যায় রাজধানীর পরিবেশ। আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি টহল শুরু হয়। মোড়ে-মোড়ে অবস্থান নেন পুলিশ সদস্যরা। শহরের অভিজাত এলাকাগুলোর প্রবেশাধিকার রাখা হয় অনেকটাই সংরক্ষিত।নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ডিএমপির পক্ষ থেকে কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পোশাকের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়। বিধিনিষেধ আরোপ করা হয় অভিজাত এলাকা গুলশান ও বনানীতে প্রবেশের ক্ষেত্রে। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ।নববর্ষ উপলক্ষ্যে রাজধানীর পান্থপথের এনা ভবনকে আলোকবাতি দিয়ে সাজাতে দেখা গেছে। নীল বাতিতে জ্বলজ্বল করতে দেখা যায়, স্কয়ার হাসপাতাল সংলগ্ন একটি ভবনও। পান্থপথের স্টার্ন ডোলান ভবন বিশেষ কারুকার্যের সমন্বয়ে সাজিয়ে তোলা হয়েছে। নগরীর অন্যান্য এলাকায়ও কিছু কিছু ভবনে এমন আড়ম্বর চোখে পড়েছে।শুক্রবার সন্ধ্যার পর হাতিরঝিলে মানুষের ভিড় দেখা যায়নি। সন্ধ্যা ৬টার পর দলবেঁধে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল প্রশাসনের। তবুও বিনোদনপ্রেমী কেউ-কেউ ঘুরে গেছেন ঝিলপাড়। কেউবা বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন নতুন বছরের আনন্দে।

Advertisement