আনুশকা ক্ষুদ্ধ

স্বাস্থ্যগত জটিলতার বিষয় সামনে রেখে বন্যপ্রাণী ও পোষা প্রাণী ভক্ষণে বিভিন্ন দেশের সরকার নিরুৎসাহ করে আসছে।

আর এরই মধ্যে চীনের ইউলিন শহরের জুয়াংঝি ঝুয়াং অঞ্চলে শুরু হয়েছে সারমেয় বা কুকুরের মাংসভক্ষণ উৎসব। আর এই উৎসবের কথা অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। গত ২১শে জুন শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া প্রতিক্রিয়াস্বরূপ স্টোরিতে আনুশকা প্রশ্ন তোলেন, এটা তাদের কী শেখাবে? তিনি এ বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান। আনুশকা বলেন, এটা কিভাবে সম্ভব!

সারা পৃথিবীতে করোনা ছড়িয়ে গেছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এরমধ্যে কিভাবে কুকুরের মাংস ভক্ষণের উৎসব চলতে পারে। তাহলে তাদের সচেতনতা কোথায় গিয়ে দাড়িয়েছে!

Advertisement