আফগানিস্তানে করণীয় নির্ধারণে ‘কোবরা’ বৈঠকে ব্রিটেন

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, আফগানিস্তানে মানবাধিকার লংঘন হচ্ছে কিনা এবং নারীর অধিকার মেনে চলা হচ্ছে কিনা তার ওপর নির্ভর করবে মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে কিনা।ভাটিকানে পোপ ফ্রান্সিস বলেছেন একমাত্র আলোচনার মাধ্যমেই আফগানিস্তানে দীর্ঘমেয়াদে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। এদিকে আফগানিস্তানের বর্তমান অবস্থা পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ‘কোবরা’ বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।কাবুল বিমানবন্দরে গোলাগুলি, সতর্কসঙ্কেত জারি মার্কিন দূতাবাসের যুক্তরাজ্যের জরুরি অবস্থা বিষয়ক কমিটির নাম কোবরা। মন্ত্রিসভার সদস্য , সরকারি প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা, সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা এই কমিটির সদস্য। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

Advertisement