আফগানিস্তানে বিশ্বব্যাংকের সহায়তা বন্ধ ঘোষণা

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানকে দেওয়া সব ধরনের সহায়তা স্থগিত করেছে বিশ্বব্যাংক। এছাড়াও সশস্ত্র সংগঠন তালেবান আফগান ভূখণ্ডের ক্ষমতা দখলের পর এখন সেটি দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে ঠিক কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও সংস্থাটি গভীর উদ্বেগ জানিয়েছে। বুধবার (২৫ আগস্ট) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।বিষয়টি নিয়ে বিশ্বব্যাংকের এক মুখপাত্র বলেছেন, আফগানিস্তানে বিদ্যমান সংকটময় পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তালেবান দেশটির ক্ষমতা দখল করার পর আফগান ভূখণ্ডের উন্নয়ন, বিশেষ করে নারীদের ওপর এমন পরিস্থিতির প্রভাব কতটা পড়ে সে বিষয়েও আমরা উদ্বেগ প্রকাশ করছি।আল-জাজিরা জানিয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে ৭৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার অর্থায়নের অঙ্গীকার করেছিল বিশ্বব্যাংক। যদিও আফগান ভূমির পরিবর্তিত পরিস্থিতি দেখে বিশ্বব্যাংক সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ায় দেশটির অর্থনীতি আবারও অনিশ্চয়তার মুখে পড়ল।

বিশ্বব্যাংকের ওই কর্মকর্তা বলেছিলেন, আফগানিস্তানে আমাদের সব ধরনের সহায়তা কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। দেশটির আভ্যন্তরীণ নীতি মূল্যায়নের মাধ্যমে আমরা সব সময়ই আফগান ভূখণ্ডের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি।এ দিকে আফগানিস্তানের বহু মানুষ বর্তমানে খাদ্য সংকটে ভুগছে। বর্তমানে তাদের জরুরি সহায়তা দেওয়া প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, আফগানিস্তানের লাখ লাখ মানুষ এখনো অনাহারের ঝুঁকিতে রয়েছেন। এটি কার্যত ‘একটি বিপর্যয়ের ওপরে আরেক বিপর্যয়’।ডব্লিউএফপির প্রধান বলেছিলেন, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে কার্যক্রম পরিচালনার জন্য চলতি বছরের শেষ নাগাদ তাদের সংস্থার ২০ কোটি মার্কিন ডলার দরকার হবে।

Advertisement