আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণে ৫ নিরাপত্তা কর্মীসহ ৬ জন নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বলদাক এলাকায় বৃহস্পতিবার একটি যানবাহনে শক্তিশালী বোমার আঘাতে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।ভয়াবহ এ হামলার খবর নিশ্চিত করে স্পিন বলদাক জেলার পুলিশ প্রধান মৌলবি মোহাম্মাদ হাশিম মাহমুদ বলেন, বৃহস্পতিবার সকালে একটি যানবাহনে এ বোমা আঘাত হানে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।শুক্রবার পরিবেশিত স্থানীয় সংবাদমাধ্যম তলোনিউজের খবরে বলা হয়, এ বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।গত বছরের আগস্টে তালেবান গ্রুপের আফগান ক্ষমতা দখলের পর থেকে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ও সহিংস ঘটনা ব্যাপক বেড়ে গেছে।এদিকে তালেবান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সকল আফগান নাগিরিককে দেশে ফেরার এবং তাদের মাতৃভূমির পুনর্গঠনে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে।

Advertisement