ব্রিট বাংলা ডেস্ক : আফগানিস্তানের সারি পুলের প্রাদেশিক রাজধানীর পাশের শিরাম এলাকায় বুধবার জঙ্গি বিরোধী দ্বিতীয় দিনের অভিযানে কমপক্ষে ১০ জঙ্গি নিহত ও আটজন আহত হয়েছে। এক সেনা মুখপাত্র একথা জানান। খবর সিনহুয়ার।
সেনা মুখপাত্র মোহাম্মাদ হানিফ রাজাই জানান, সরকারি বাহিনী মঙ্গলবার শিরাম এলাকায় জঙ্গি নির্মূল অভিযান শুরু করে। এসময় তারা জঙ্গি গ্রুপের কবল থেকে অনেক গ্রামবাসীকে উদ্ধার করে। ওই কর্মকর্তা আরো জানান, জঙ্গি বিরোধী চলতি অভিযানে নিহতদের মধ্যে তালেবান গ্রুপ কমান্ডার কারি আমিন রয়েছে। এ অভিযানে বিমানবাহিনীর সহযোগিতা নেয়া হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য হতাহতের কথা উল্লেখ না করে ওই সামরিক মুখপাত্র জানান, এ এলাকা জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তালেবান জঙ্গিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিনহুয়া।
Advertisement