আবরার হত্যার এজাহারভুক্ত আসামি মাজেদুল সিলেটে গ্রেফতার

সিলেট অফিস :: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাজদুল ইসলামকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

শুক্রবার ভোর ৪টার দিকে তাকে সিলেটের শাহ-কিরণ থেকে গ্রেফতার করা হয়। এই নিয়ে আবরার হত্যা মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হল। মাজদুল ইসলাম আবরার ফাহাদ হত্যা মামলার ৮ নম্বর আসামি।

প্রসঙ্গত, বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে রবিবার রাতে তাকে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটান বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনি মারা যান। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement