‘আমার কোন অবৈধ সম্পদ নেই’

ব্রিট বাংলা ডেস্ক :: নিজের কোন অবৈধ সম্পদ নেই বলে দাবি করেছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এমপি রতন বলেন, আমারে কোন অবৈধ সম্পদ নেই। একটি পক্ষ রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করছে। তিনি আরও বলেন, আমি নিজেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার।

এর আগে মঙ্গলবার সাড়ে ১০টা থেকে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির প্রধান কার্যালয়ে পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।

গত বছর ১৮ই সেপ্টেম্বর থেকে দেশব্যাপি শুরু হওয়া শুদ্ধি অভিযানের পর থেকেই এমপি রতনের নাম উঠে আসে। দুদক, প্রধানমন্ত্রীর কার্যালয় এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক অভিযোগপত্র জমা পড়ে তার বিরুদ্ধে। গত ১৪ই নভেম্বর দৈনিক মানবজমিনে ‘হাওরের শাহানশাহ’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়।

এরপরই এমপি রতনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক।

Advertisement