আরো ৭ দিনের কঠোর লকডাউন, প্রজ্ঞাপন জারি

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে দেশজুড়ে চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।মঙ্গলবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের নির্দেশনার ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম কার্যক্রম অব্যাহত রাখাসহ আগের সব বিধিনিষেধের আরোপের সময়সীমা ২১ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।এর আগে সোমবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে লকডাউন বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।উল্লেখ্য, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। যা ১২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও ১৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। একই সাথে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।

Advertisement