আর নমুনা নেবে না আইইডিসিআর

ব্রিট বাংলা ডেস্ক :: এতদিন করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের দায়িত্ব পালন করে আসছিল সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে এখন থেকে তারা আর এ কাজ করবে করোনা শনাক্তের কাজটি এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা একটি টিম করবে। আইইডিসিআর শুধু গবেষণার কাজ করে যাবে।
রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন জানিয়েছেন। তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আইইডিসিআরের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

ডা. মুশতাক জানান, এখন থেকে আইইডিসিআর শুধু গবেষণার অংশ হিসেবে নমুনা সংগ্রহ করবে।
তিনি বলেন, রোগীর রোগ নির্ণয়ের জন্য স্যাম্পল সংগ্রহ আইইডিসিআরের কাজের মধ্যে পড়ে না। আসলে আইইডিসিআর এপিডেমিওলজিক্যাল সার্ভিলেন্সের অংশ হিসেবে নমুনা সংগ্রহ করে। হাসপাতালগুলোয় এখন পরীক্ষার সুবিধা আছে। এজন্য কমিউনিটি লেভেলে রোগ নির্ণয়ের জন্য যে নমুনা পরীক্ষা, তার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে নিয়েছে।

তারা এখন থেকে নমুনা সংগ্রহ করবে এবং আইইডিসিআরের বাইরে অন্য ল্যাবরেটরিতে পরীক্ষা করবে।

ডা. মুশতাক হোসেন জানান, নতুন করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বিস্তারিত গবেষণার জন্য যে নমুনা সংগ্রহ করা প্রয়োজন, সেগুলোই শুধু করবে আইইডিসিআর। তিনি আরো বলেন, নমুনা পরীক্ষার চাপের কারণে গবেষণার কাজ করতে পারছিল না আইইডিসিআর।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আইইডিসিআররের কাছে এই কয়দিনে জমা পড়া নমুনার মধ্যে অন্তত ১৫০০ টি নমুনা পরীক্ষা করা বাকি রয়ে গেছে। হুট করেই প্রতিষ্ঠানটির সরে আসায় এসব নমুনার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।

Advertisement