বৃটেনের অন্যতম প্রাচীন হজ্জসেবাদানকারী প্রতিষ্ঠান আল-ক্বিবলাহ ট্রাভেলন্স এন্ড ট্যুর এর উদ্যোগে দশমবারের মতো অনুষ্ঠিত হলো হজ্জ তালিম অনুষ্ঠান। ২২ জুলাই রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী সময়ে পূর্ব লন্ডনের একটি হলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চলতি বছরের হজ্জযাত্রী ৫শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
পাঁচ ঘণ্টাব্যাপী হজ তালিম অনুষ্ঠানে বিষয়ভিক্তিক আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞ আলেমগন। ধাপে ধাপে হজের করণীয় শীর্ষক আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ সোলেমান গনি, মক্কা ও মদীনায় আপনার সময় কীভাবে অতিবাহিত করবেন শীর্ষক আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তবিদ ড. আবুল কালাম আজাদ, ওমরাহ পালনের নিয়মনীতি সম্পর্কে বক্তব্য রাখেন শায়খ আবু সাঈদ আনসারী, হজ্জ পালনের উদ্দেশ্য ও অর্জন বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রব।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শায়খ আবু সাঈদ আনসারী। স্বগত বক্তব্য রাখেন চ্যানেল এস এর হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আল-ক্বিবলাহ ট্রাভেলস এর ম্যানেজিং ডাইরেক্টর আনোয়ার আলী ও ডাইরেক্টর আলহাজ্ব খান।
প্রশিক্ষণ প্রদানকালে বক্তারা বলেন, হজ্জ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি স্তম্ভ। প্রত্যেক সামর্থবান মুসলমানের জন্য জীবনে একবার হজ্জ পালন করা অপরিহার্য। এই ফরজ পালনে শারীরিকভাবে বেশি পরিশ্রম করতে হয়। তাই হাজযাত্রীদের হজ্জের পুর্বে শারিরীক ও মানসিকভাবে সার্বিক প্রস্তুতি গ্রহণ প্রয়োজন।
তাঁরা আরো বলেন, হজ্জে যাওয়ার পুর্বে প্রত্যেক যাত্রীর জন্যই প্রশিক্ষণ গ্রহণ করা অত্যাবশ্যক। কারণ প্রকৃত নিয়ম-নীতি জানা না থাকলে বিশুদ্ধভাবে হজ্জ পালন করা সম্ভব নয়। আর বিশুদ্ধভাবে হজ্জ পালন করতে না পারলে এটা হবে শুধু মক্কা-মদীনা ভ্রমণ, হজ্জ পালন নয়। তাই হজে যাওয়ার পুর্বে হজ্জ প্রশিক্ষণে অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টাব্যাপী হজ্জ তালিম অনুষ্ঠানে প্রশিক্ষকগন হজ পালনের নিয়মনীতি তথা খুঁটিনাটি যাবতীয় বিষয়াবলী পূূখানুপুুখভাবে বুঝিতে দেন। কিভাবে ওমরা এবং হজ্জের নিয়ত করতে হয়, কীভাবে এহরাম পরতে হয়, কীভাবে ক্বাবা ঘর তাওয়াফ এবং সাফা ও মারওয়া পর্বতের মধ্যখানে দৌঁড়াতে হয়। আরাফা ময়দানে অবস্থান করা, মুজদালিফায় রাত্রিযাপন, জামারায় কংকর নিক্ষেপ ও কুরবানী করাসহ হজ্জ শেষে মদীনায় রাসুল (সাঃ) রওজা জিয়ারতের নিয়মনীতিও শিক্ষা দেয়া হয়।
হজ্জযাত্রীরা প্রতি বছর তালিম আয়োজনের জন্য আল ক্বিবলাহ ট্রাভেলসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রতিষ্ঠান শুধু যে ব্যবসাকেই প্রধান্য দেয়না তার প্রমাণ হচ্ছে হজের পুর্বে হজ্জ তালিম আয়োজন এবং হজ্জ পালন শেষে ফিরে আসার পর হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন। তারা চাইলে এই দুই অনুষ্ঠান না করলেও পারতেন। কিন্তু তারা প্রকৃত অর্থেই হাজিদের সেবা করতে চান বলেই করে থাকেন।
উল্লেখ্য, আল-ক্বিবলাহ ট্রাভেলস এর মাধ্যমে এ বছর ৫শতাধিক নারী-পুরুষ হজ পালনে যাচ্ছেন। হজ্জযাত্রীদের নিয়ে লন্ডন থেকে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে ৬ আগষ্ট এবং এরপর পর্যায়ক্রমে আরো ৬টি ফ্লাইট লন্ডন ছেড়ে যাবে। সর্বশেষ ফ্লাইট যাবে ১৪ আগস্ট।