আ.লীগ মাটি ও মানুষের আস্থার ঠিকানা : সেতুমন্ত্রী

মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ পালানোর দল নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির অনেক গভীরে।‘জনগণ জেগে উঠলে আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না’- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের সোমবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে আরও বলেন, এদেশের সব অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সাথে রয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা, তাই পালানো যাদের স্বভাব তারাই পালানোর কথা ভাবে ও বলে।‘জনগণ জেগে উঠেছে’-বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে।তিনি বলেন, বিএনপির অপরাজনীতি এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে তাই দেশের মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না।

Advertisement