ইংল্যান্ডে নতুনা ভ্যাকসিন মিনিষ্টার

ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডে করোনা ভ্যাকসিন সঠিকভাবে প্রয়োগের জন্যে নতুন হেলথ মিনিষ্টার নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। স্ট্রাটফোর্ড অন এ্যাভনের এমপি এবং সাবেক বিজনেস মিনিস্টার নাদিম যাহাউই’কে নতুন হেলথ মিনিষ্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হেলথ এবং বিজনেস ডিপার্টমেন্টের সমন্বয়ে গঠিত অন্তবর্তীকালীন ব্যবস্থাপনায় আগামী গ্রীস্মকাল পর্যন্ত পুরো ইংল্যান্ডে করোনা ভ্যাকসিন প্রয়োগের তদারকি করবেন নতুন হেলথ মিনিষ্টার নাদিম। একই সাথে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে ভ্যাকসিন প্রয়োগের জন্যে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়কের দায়িত্বও পালন করবেন তিনি।
রেগুলেটরি বডির অনুমোদন পেলে ক্রিস্টমাসের আগেই ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে পারে বলে আশা করছে সরকার। এরিমধ্যে অক্সফোর্ড-আস্ট্রাজেনিকার কাছে ১শ মিলিয়ন ডোজ-ফাইজার-বায়নটেকের কাছে ৪০ মিলিয়ন এবং মার্কিন ফার্ম মডের্নার কাছে ৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়ে রেখেছে ব্রিটিশ সরকার। তবে ফাইজার-বায়নটেকের ভ্যাকসিন আদান-প্রদানের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সরকারকে। কারণ ফাইজার ভ্যাকসিন সর্বদা মাইনাস সত্তোর ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখতে হবে।

Advertisement