ব্রিটবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের লকডাউন আইন ভঙ্গের অভিযোগে ইংল্যান্ড এবং ওয়েলস ১৪ হাজারের বেশি জরিমানা আরোপ করেছে পুলিশ। দ্যা ন্যাশনাল পুলিশ কাউন্সিল জানিয়েছে, সামাজিক দুরত্ব বজায় না রাখার অভিযোগে গত ২৭ মার্চ থেকে ১১ মে পর্যন্ত ইংল্যান্ডে ১৩ হাজার ৪শ ৪৫ টি এবং ওয়েলসে ৭৯৯টি জরিমানা আরোপ করা হয়েছে। যদিও এরমধ্যে ভুলভাবে ৫৬টি জরিমানা আরোপ করা হয়।
লকডাউন আইন ভঙ্গের অভিযোগে ৬০ পাউন্ড থেকে বাড়িয়ে ১শ পাউন্ড করা হয়েছে জরিমানার পরিমান। মেট পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ৯০৬টি জরিমানা আরোপ করা হয়। আর থেমস ভ্যালি ৮৬৬টি/ নর্থ ইয়র্কশায়ার ৮শ ৪৩টি এবং ডেভন এন্ড কর্নওয়েলে ৭শ ৯৯টি জরিমানা আরোপ করেছে।
উল্লেখ্য করেনা ভাইরাসে বৃটেনে সর্বমোট মৃতের সংখ্যা ৩৩ হাজার ৯শ ৯৮ জনে গিয়ে দাঁড়িয়েছে। এদিকে একজন থেকে অন্য জনের মাধ্যমে ব্রিটেনে করোনা সংক্রমনের মাত্রা আরো বাড়তে পারে বলেও সতর্ক করেছে সরকারের ইমার্জেন্সিস সাইন্টিফিক এডভাইজারি গ্রুপ।
ইংল্যান্ড লকডাউন ভাঙার দায়ে ১৪ হাজার জরিমানা আরোপ
Advertisement