ব্রিট বাংলা ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজকে বধের পর পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। এর পর পাকিস্তানের বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজ খেলবে জো রুটের দল।
সেই সিরিজের পরই তেমন একটা বিশ্রাম পাচ্ছেন না ইংলিশরা। অসিদের বিপক্ষে নেমে পড়তে হবে তাদের।
ইংল্যান্ড সফরে আগামী সেপ্টেম্বরে শুরুতেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।
ইতিমধ্যে নিজেদের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে রয়েছে তিনটি চমক।
স্কোয়াডে রাখা হয়েছে নতুন তিন মুখ। তারা হলেন– রিলে মেরেডিথ, জশ ফিলিপ ও ড্যানিয়েল স্যামস।
ইংল্যান্ডেই আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটতে পারে এই তিনজনের। এই তিন চমক ছাড়াও দলে ফিরেছেন দুই অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল।
সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে হ্যাম্পশায়ারের আগাস বোলে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৬ ও ৮ সেপ্টেম্বর। পরে ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর।
আগামী ২৩ আগস্ট ২১ সদস্য নিয়ে ইংল্যান্ডের পথে উড়াল দেবে অসিরা।
অস্ট্রেলিয়া স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস (সহঅধিনায়ক), জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টা, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।