অবৈধ পথে ব্রিটেনে আসা অভিবাসীদের এসাইলাম আবেদন পুরোপুরি বন্ধের জন্যে নতুন বিল নিয়ে আসছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একই বিলে অবৈধ পথে আসা এসাইলাম আবেদনকারীদের রোয়ান্ডাসহ যে কোনো তৃতীয় দেশে পাঠানোর বাড়তি ক্ষমতাও দেওয়া হচ্ছে হোম অফিসকে। ফ্রান্স সীমান্ত থেকে ছোট ডিঙ্গী নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের ঠেকাতে এই বিল নিয়ে আসছেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে এ বিলটি সংসদে উত্থাপন করা হবে।নতুন বছর ২০২৩ সালে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বড় ৫টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে অবৈধভাবে ব্রিটেনে অনুপ্রবেশকারী এসালাইম আবেদনকারীদের ঠেকানোর প্রতিশ্রতি ছিল। তাই বাস্তবায়ন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে আলোচনার জন্যে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং হোম সেক্রেটারী সুয়েলা ব্রেভারম্যান ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক করতে ফ্রান্স যাবেন। ২০১৮ সালের পর দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠক হবে।উন্নত জীবনের আশায় বিভিন্নভাবে জীবনবাজি রেখে অবৈধ উপায়ে ব্রিটেনে প্রবেশ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য অভিবাসী। কেউ ডুবে মারা যান ইংলিশ চ্যানেলে আবার কেউ মারা যান ভূমধ্য সাগরেই। আবার ইংল্যান্ডে ডিটেনশন সেন্টারে আশ্রয় নেওয়া এ্যাসাইলম প্রার্থীদের জেলখানার চেয়েও মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ধারন ক্ষমতার চেয়ে অধিক এসাইলাম আবেদনকারীকে শিশু সন্তান নিয়ে বিনা চিকিৎসা এবং অর্ধাহারে দিন কাঁটাতে হয় বলেও অভিযোগ আছে। অথচ এসাইলাম আবেদনকারীদের জন্যে সরকার দিনে প্রায় ৬ মিলিয়ন পাউন্ড ব্যয় করে বলেও শোনা যায়।এদিকে হোম অফিস আফগানিস্তান, ইরিত্রিয়া, লিবিয়া, সিরিয়া এবং ইয়েমেন এই ৫ টি দেশের এসাইলাম আবেদনবারীদের কোনরকম ইন্টারভিউ ছাড়াই তাদের এসাইলম দেওয়ার ঘোষনা দিয়েছে।
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে অনুপ্রবেশকারী অভিবাসীদের জন্য দুঃসংবাদ আসছে
Advertisement