বজলুর রশিদ এমবিই দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত।
ব্রিট বাংলা ডেস্ক:২৪ শে এপ্রিল সফলভাবে সম্পন্ন হলো ইউকেবিসিসিআই (ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রীজ) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন।
সংগঠনের নিজস্ব কার্যালয় লন্ডনে দুপুর ১২ টা থেকে বার্ষিক সাধারণ সভা বা এজিএম শুরু হয়।
পরিচালকবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে এজিএমে সভাপতিত্ব করেন ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই।
সংগঠনের পরিচালক রহিমা মিয়ার সভা পরিচালনা করেন।
বজলুর রশিদ এমবিই শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়।
তিনি তার বক্তব্যে উপস্থিত পরিচালকবৃন্দ এবং নতুন ও পুরাতন সদস্যদের এজিএমে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান।
খুব অল্প দিনে ইউকেবিসিসিআই কাজ এবং কর্মের মাধ্যমে কমিউনিটিতে জায়গা করে নিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন আমাদের অন্যতম উদ্দ্যেশ্য ছিল যে কারীশিল্প সহ অন্যান্য বিভিন্ন খাতে আমরা যে সফল সে বিষয়টি তুলে ধরা।
সাথে সাথে বাংলাদেশ এবং এ দেশের ব্যবসায়ীদের সাথে একটি যোগসুত্র স্থাপন করা। আর বিগত দুটি অনুষ্টানে এ দৃশ্য প্রতীয়মান হয়েছে।
ফাইনান্স ডাইরেক্টর অনুপস্থিত থাকায় তিনি গত দুই বছরের আয় ব্যয়ের চিত্র তুলে ধরেন। এ সময় উপস্থিত ডাইরেক্টরবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রশ্নোত্তর পর্বে অনেকেই নিজের পরকিল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন।
উপস্থিত পরিচালনা পর্ষদ ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ গনি, অলি খান, সাইফুল আলম, কামরু আলী, মিটু চৌধুরী, এম এ মতিন, আই বি বি ওয়াই উল্লাহ্, আলতাফুর রহমান শাহীন, কাজি আরিফ।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ইউকেবিসিসিআইয়ের নির্বাচন। ইকবাল আহমেদ অবিই সংগঠনের অনারারী চেয়ারম্যান হিসাবে বলবদ থাকেন।
সংগঠনের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এম,এ.গনিকে সভাপতি নির্বাচিত করে নির্বাচন কার্য পরিচালনা করা হয়।
সবার সর্বসম্মতিক্রমে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন বজলুর রশিদ এমবিই।
তিনি বলেন সংগঠনের প্রতি আমার ত্যাগ এবং ইতিবাচক অর্জনের ফলেই বোর্ড অফ ডাইরেক্টর আবারো আমাকে স্বনামধন্য এ সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। আর এজন্য আমি কৃতঞ্জ।
আমি অতীতের চেয়ে আরো ভাল কিছু দেওয়ার জন্য সব সময়ই উদগ্রীব ছিলাম। আর এ সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যতে নতুন কিছু দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংগঠনের পক্ষ থেকে আরো যারা নির্বাচিত হন।
এম.এ.রউফ জেপি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
এম.এ.গনি, ভাইস প্রেসিডেন্ট
নাজমুল ইসলাম নুরু, ডাইরেক্টর অফ ফাইনান্সিয়াল এফ্যায়ার্স
ব্যারিষ্টার আনোয়ার মিয়া, ডাইরেক্টর অফ লিগ্যাল এফ্যায়ার্স।
রহিমা মিয়া, ডাইরেক্টর অফ ইন্টারন্যাশনাল ট্রেড এফ্যায়ার্স এবং আব্দুল কিউ খালিককে (জামাল) লন্ডন রিজিয়নের কনভেনার করে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, এজিএমে পর পরই সদ্য অবসর গ্রহনকারী সংগঠনের ডাইরেক্টর আজাদ আলীকে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়কালীন সংবর্ধনার আয়োজন করে সংগঠন নেতৃবৃন্দ।