ইউকের অর্থনীতিতে বছরে ২০ বিলিয়ন পাউন্ড যোগান দেন বিদেশি শিক্ষার্থীরা : Overseas students ‘add £20bn’ to UK economy

ব্রিটবাংলা রিপোর্ট : ইউকেতে পড়তে আসা বিদেশী শিক্ষার্থীরা  বছরে প্রায় ২০ বিলিয়ন পাউন্ড ইউকের অর্থনীতিতে যোগান দেয় বলে হাইয়ার এডুকেশন পলিসি ইনস্টিটিউটের এক গবেষণা রিপোর্টে জানানো হয়েছে।

টিউশন ফি ছাড়াও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বিদেশী শিক্ষার্থীদের দৈনন্দিন ব্যয় থেকে স্থানীয় অর্থনীতিও বেশ লাভবান হয়। বছরে প্রায় ৪ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড যোগ হয় শুধু লন্ডনের অর্থনীতিতেই। শেফিল্ডসহ ইউকের অন্যান্য শহরগুলোর অর্থনীতিও লাভবান হয়।

রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে কোর্স করার জন্যে বছরে প্রায় ২শ ৩০ হাজার শিক্ষার্থী ইউকেতে আসে। তাদের বেশির ভাগই আসে পোস্ট-গ্রাজুয়েট করতে। অন্যদিকে উচ্চ শিক্ষার জন্যে নন-ইউরোপিয়ান দেশগুলো থেকে আসা শিক্ষার্থীরা, কেউ কেউ তাদের ফি এবং যাবতীয় ব্যয়সহ বছরে প্রায় ১শ ২ হাজার পাউন্ড খরচ করে বলে রিপোর্টে বলা হয়েছে।

অর্থনীতির কথা বিবেচনা করে ইউকেতে পড়তে আসা বিদেশী শিক্ষার্থীদের ইমিগ্র্যান্টের তালিকায় না রাখতে আহ্বান জানিয়েছেন এই গবেষণা সংস্থার পরিচালক নিক হিলম্যান।

বিদেশী শিক্ষার্থীদের প্রভাবে স্থানীয়ভাবে উপকৃত হয় এমন ১০টি এলাকার নামও উল্লেখ করা হয়েছে গবেষনা রিপোর্টে। এলাকাগুলো হল:

১/ শেফিল্ড সেন্ট্রাল

২/ নিউক্যাসল আপন টাইন

৩/ নটিংহাম সাউথ

৪/ অক্সফোর্ড ইস্ট

৫/ ম্যানচেস্টার সেন্ট্রাল

৬/ লন্ডনের হলবর্ন এন্ড সেন্ট প্যানক্রাস

৭/ লিভারপুলের রিভার সাইড

৮/ ক্যামব্রিজ

৯/ লন্ডনের ইস্টহ্যাম

১০/ বার্মিহ্যামের লেডিউড।

 

Overseas students ‘add £20bn’ to UK economy

International students are worth £20bn to the UK economy, says a report from the Higher Education Policy Institute.
The analysis says on top of tuition fees, their spending has become a major factor in supporting local economies.
London alone gains £4.6bn – with Sheffield the biggest beneficiary in proportion to its economy.
The think tank’s director, Nick Hillman, says the figures support calls to remove students from immigration targets.
There are about 230,000 students arriving each year for university courses in the UK – most of them postgraduates, with China the most common country of origin.

The analysis, carried out by London Economics, calculated the financial contribution of overseas students, such as spending on tuition and living expenses, and balanced that against costs, including the extra pressure on local services and non-repayment of loans.
Mr Hillman says the report provides comprehensive evidence that overseas students are a significant benefit and that students from outside the European Union, who pay higher fees, are worth £102,000 each to the UK economy.

Top 10 constituencies with biggest economic impact from international students
Sheffield Central
Newcastle upon Tyne
Nottingham South
Oxford East
Manchester Central
Holborn and St Pancras (London)
Liverpool, Riverside
Cambridge
East Ham (London)
Birmingham, Ladywood.

Advertisement