ইউকে বাটার ইফতার : লন্ডন-সিলেট রুটে ভাড়া ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আশ্বাস নতুন কান্ট্রি ম্যানেজারের

ইউকে বাটার পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

লন্ডন সিলেট রুটে বিমানের ভাড়া প্রবাসীদের নাগালের মধ্যে রাখার আহবান জানিয়েছে ট্রাভেল ব্যাবসায়ীদের সংগঠন ইউকে বাটা। শুক্রবার যুক্তরাজ্যে বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন ইউকে বাটার উদ্যোগে পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক হলে আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় এমন দাবী জানান বক্তারা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বিমানের নব নিযুক্ত কান্ট্রি ম্যানেজার ইরতেজা কামাল চৌধুরী। লন্ডন সিলেট রুটে যাত্রীদের অভিযোগ বিবেচনায় নিয়ে ভাড়া ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ইউকে বাটার পক্ষ থেকে নতুন কান্ট্রি ম্যানেজারকে ফুল দিয়ে বরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

ইউকে বাটার চেয়ারম্যান হেলাল খানের সভাপতিত্বে ও সংগঠনের জেনারেল সেক্রেটারী লুৎফুর রহমান সায়েদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারন সম্পাদক সৈয়দ ফারুক, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব এবং চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস, এটিএন বাংলা ইউকের পরিচালক হাফিজ আলম বক্স।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের ম্যানচেস্টারের ম্যানেজার। তাকেও ইউকে বাটার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

এতে যুক্তরাজ্য বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাহী কমিটির সবাই উপস্থিতি ও অংশগ্রহন করেন। এছাড়াও ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Advertisement